এবার জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদের ইস্যুতে মুখ খুললেন উপত্যকার প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মুজাফফর হোসেন। তিনি বলেন, ‘জম্মু-কাশ্মীরে কোনও গণভোটের কোনও দরকার নেই, হবেও না। পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাশ্মীর নিয়ে মন্তব্য এবং মধ্যস্থতার কথা প্রমাণ করে যে, তাঁরা মেনে নিয়েছেন জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। আমাদের গণভোটের কোনও প্রয়োজন নেই। তবে সংবিধানে যে অধিকারের কথা বলা হয়েছে সেইটা আমাদের দেওয়া হোক।’
এর আগে জম্মু-কাশ্মীর নিয়ে পাকিস্তান ক্রমাগত আন্তর্জাতিক মঞ্চে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে ভারতের বিরুদ্ধে। কিন্তু কিছুতেই তারা সফল হচ্ছে না। এদিকে, আমেরিকাও একাধিকবার ভারত-পাকিস্তানের মধ্য কাশ্মীর ইস্যু নিয়ে মধ্যস্থতা করার বার্তা দিয়েছে। তবে প্রতিবারই ভারত স্পষ্ট করেছে যে, জম্মু-কাশ্মীর দেশের অভ্যন্তরীণ ব্যাপার, এতে কোনও মধ্যস্থতা তাদের দরকার নেই।
প্রসঙ্গত, এ বছরই ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত হয়েছেন মুজাফফর হোসেন। সেই সম্মান সম্পর্কে বলতে গিয়ে তিনি মন্তব্য করেন, ‘এই সম্মান শুধু আমার নয়, এই সম্মান গোটা জম্মু-কাশ্মীরের প্রত্যেকটা মানুষের।’ পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ৩৭০ ধারা বাতিলের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের রাজ্য এখন দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে। আশা করব কেন্দ্র ফের একবার আমাদের জম্মু-কাশ্মীরকে রাজ্য করে দেবে। একমাত্র তাহলেই জম্মু-কাশ্মীরের উন্নতি সম্ভব।’