৫ ট্রিলিয়নের ডলার অর্থনীতির স্বপ্নে ভাসতে থাকা দেশের বর্তমান চিত্রটা বেশ দূর্দশাপূর্ণ। দেশের অর্থনীতির অবস্থা যে বেশ খারাপ তা একবাক্যে স্বীকার করে নিয়েছেন অর্থনীতিবিদরা। বেহাল অর্থনীতির প্রকোপই কি এবার পড়ল সীমান্তে প্রহরারত ভারতীয় সেনা জওয়ানদের বেতনে। সেই প্রশ্নই বেশ কড়া ভাবে উঠতে শুরু করেছে সাম্প্রতিক ঘটনায়। জানা গেল, সীমান্তে সশস্ত্র সেনা জওয়ানদের ৯০ হাজার কর্মী জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বকেয়া পাননি। শুধু তাই নয়, সেনা কর্মীদের জন্য একাধিক ভাতাও বন্ধ রাখা হয়েছে তহবিলের অভাবের কারণে।
উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসে দেশের ৩ লক্ষ সিআরপিএফ জওয়ানের ৩ হাজার ৬০০ টাকার রেশন আটকে গিয়েছিল অর্থের অভাবে। এই ঘটনায় জেরে সেনার অন্দরে তীব্র অসন্তোষ সৃষ্টি হলে অক্টোবর মাসে ফের চালু করে দেওয়া হয় সেই ভাতা। জানা গিয়েছে, সশস্ত্র সীমা বলে মোতায়েন রয়েছেন প্রায় ৯৪ হাজার ২৬১ জন সেনা জওয়ান। এঁরা মূলত নেপাল ও ভুটান সীমান্তের ২ হাজার ৪৫০ কিলোমিটার খোলা প্রান্তরে প্রহরায় থাকেন। তবে এই ঘটনা যে সেনাবাহিনীতে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
সংবাদমাধ্যম সূত্রের খবর, সশস্ত্র সীমাবল এসএসবি-র তরফে কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে বকেয়া ও ভাতা দেওয়ার মতো প্রয়োজনীয় অর্থ তাঁদের কাছে নেই ফলস্বরূপ টাকা দিতে পারছে না এসএসবি। এই ঘোষণার পর উত্তেজনা ছড়িয়েছে সেনাবাহিনীর অন্দরে। পাশাপাশি, দেশের অর্থনীতির বেহাল চিত্রটাও উঠে আসছে এই ঘটনাকে কেন্দ্র করে। গুঞ্জন ছড়িয়েছে উপর মহলেও। জানা গিয়েছে বকেয়া টাকার পাশাপাশি, বন্ধ রয়েছে সেনাকর্মীদের জন্য আরও নানান রকম ভাতাও। সংবাদ মাধ্যম সূত্রের খবর ৪ মাসে এই নিয়ে দ্বিতীয়বার মাসিক বকেয়া ও অন্যান্য ভাতা আটকে গেল ভারতীয় সেনার।