ক্রিকেটে মানুষের আগ্রহ বাড়াতে টি-২০ একসময় ফরম্যাট নিয়ে এসেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। এবার টেস্ট ক্রিকেটে আগ্রহ বাড়াতে পাঁচদিনের বদলে চারদিনের টেস্ট আয়োজনের ভাবনাচিন্তা শুরু করেছে আইসিসি। ক্রিকেট ক্যালেন্ডারকে বেশ কিছুটা ফাঁকা করতে এবং দর্শক টানতেই এমন ভাবনা। তবে আইসিসির এই সিদ্ধান্ত নিয়ে দ্বিধাবিভক্ত ক্রিকেট দুনিয়া।
একদিকে ভারত অধিনায়ক বিরাট কোহলি, মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার, ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা যেমন এমন প্রস্তাবের বিরোধিতা করেছেন, তেমনই আবার শেন ওয়ার্ন, মার্ক টেলর, মাইকেল ভনরা আইসিসির এই ভাবনাকে সমর্থন জানিয়েছেন। এবার শচীন-লারা-কোহলির সুরই শোনা গেল স্টিভ ওয়ার গলায়। সাফ জানিয়ে দিলেন, চারদিনের টেস্ট ম্যাচ তাঁর একেবারেই না-পসন্দ। তিনি বললেন, ‘টেস্ট ক্রিকেট নিয়ে কাটাছেঁড়া করা আইসিসির উচিত নয়। টেস্টকে বাঁচিয়ে রাখার আরও অনেক উপায় রয়েছে। কিন্তু এভাবে দিন কমিয়ে দিলে টেস্ট ক্রিকেটের উত্তেজনাই নষ্ট হবে।’