মাস খানেক আগেই রাজ্যপালকে ঘিরে পড়ুয়াদের বিক্ষোভের সাক্ষী থেকেছিল শহর। সেদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যা হয়েছিল, ফের তেমনটাই হল মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে। এদিন নজরুল মঞ্চে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকরের গাড়ি ঘেরাও করল পড়ুয়ারা। গো ব্যাক স্লোগানে মুখরিত নজরুল মঞ্চের ভিতর ও বাইরের চত্বর। যার ফলে শেষমেশ ফিরে যেতে বাধ্য হলেন রাজ্যপাল।
এদিন সকাল সাড়ে ১২টা নাগাদ নজরুল মঞ্চ চত্বরে প্রবেশ করে রাজ্যপালের গাড়ি। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন পড়ুয়ারা। তাঁরা গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখানো শুরু করলে দীর্ঘক্ষণ গাড়িতেই বসে থাকেন রাজ্যপাল। তারপর তিনি নেমে হেঁটেই এগোতে থাকেন পিছনের গ্রিন রুমের দিকে। পিছনে যেতে থাকে ছাত্ররা। সিএএ, এনআরসি বিরোধী স্লোগান তুলে ছাত্ররা বলেন, রাজ্যপাল এখানে কেন্দ্রের এজেন্ট হিসেবে কাজ করছেন। মঞ্চের সামনেও পড়ুয়াদের জমায়েত থেকে গো ব্যাক স্লোগান উঠতে থাকে। তাঁরা সাফ জানিয়ে দেয়, রাজ্যপাল থাকলে সমাবর্তন অনুষ্ঠান হবে না।
বেশ কিছুক্ষণ এই পরিস্থিতি চলার পর উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় মাইকে ছাত্রদের বিক্ষোভ থামানোর অনুরোধ করেন। কিন্তু তাতেও স্লোগান থামেনি। অবশেষে পরিস্থিতি এমন দাঁড়ায় যে নজরুল মঞ্চের ভিতরে ঢুকলেও, মঞ্চের উপর উঠতেই পারেননি রাজ্যপাল। শেষ মেশ তাঁকে ছাড়াই সমাবর্তন অনুষ্ঠান হবে বলে ঘোষণা করেন উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। এবং যাদবপুরের সমাবর্তনের মতো এবারও বাধ্য হয়ে ফিরে যেতে হল রাজ্যপালকে।