২০১৮ সালে এয়ার ইন্ডিয়ার আংশিক শেয়ার বিক্রি করে দেওয়ার জন্য দরপত্র চেয়েছিল কেন্দ্র। কিন্তু তখন কেউ আগ্রহ না দেখানোয় সেই প্রক্রিয়া ভেস্তে যায়। কিন্তু তারপর থেকেই যে কানাঘুষো শোনা যাচ্ছিল এবার ঠিক তাই-ই হল। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এয়ার ইন্ডিয়ার এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ তবে এ নিয়ে আসরে নেমেছেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী৷ তিনি এই নিয়ে আদালতে যাওয়ার হুমকি দেন৷ অন্যদিকে কংগ্রেসও সরকারকে আক্রমণ করে বলে, মোদী সরকারের কোনও টাকা নেই৷ তাই তারা সব সম্পত্তি বিক্রি করছে৷
সুব্রহ্মণ্যম স্বামী এদিন টুইটারে বলেন, তাঁকে আদালতে যেতে বাধ্য করা হচ্ছে৷ একে তিনি দেশ-বিরোধী সিদ্ধান্ত বলে উল্লেখ করেন৷ এরপরে কংগ্রেস নেতা কপিল সিবালও আসরে নামেন৷ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সরকারের টাকা নেই বলে, তারা এই সিদ্ধান্ত নিয়েছে৷ ভারত সরকারের কোনও টাকা নেই৷ বৃদ্ধির হার ৫ শতাংশের কম৷ সরকার সব মূল্যবান সম্পত্তি বিক্রি করে দিচ্ছে৷
প্রসঙ্গত, এয়ার ইন্ডিয়ার একশো শতাংশ শেয়ার বিক্রি করে দেওয়ার জন্য দরপত্র চেয়েছে কেন্দ্র। সপ্তাহের প্রথম দিনই বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, দেশে এবং বিদেশের বিভিন্ন রুটে চলা এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ অংশীদারিত্বই বিক্রি করে দেওয়ার ভাবনা চিন্তা করা হচ্ছে। ২০১৮ সালে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ন্যাশনাল ক্যারিয়ারের সরকারের সিংহভাগ অংশীদারিত্ব বিক্রি করে দেওয়া হবে বেসরকারি সংস্থাকে। কিন্তু সেই নিলামে কেউই আগ্রহ প্রকাশ করেনি। এমন অবস্থায় ব্যাপক ক্ষতির মুখে সম্পূর্ণভাবে বেসরকারিকরণের দিকেই এগোচ্ছে কেন্দ্র।