‘ভারতে থেকে কাজ করলে তাঁর পক্ষে কখনই নোবেল পাওয়া সম্ভব হত না’। এমনই বিস্ফোরক মন্তব্য করে ইতিমধ্যেই শিরোনামে চলে এসেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে চর্চার এখন কোনও শেষ নেই। এরইমধ্যে ফের কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব তিনি। এবার দেশের ব্যাঙ্কিং সেক্টর প্রসঙ্গে মোদী-শাহকে নিশানায় আনলেন নোবেলজয়ী। বললেন, সরকার কিছুই করতে পারছে না।
কেন্দ্রের কোনও পদক্ষেপ না নেওয়া নিয়ে সমালোচনা করে অভিজিৎ বলেন, ‘এখন দেশের জন্য সবচেয়ে মাথাব্যথার কারণ হল অর্থনীতি। এটা নিয়ে যে সকলের ভাবা দরকার সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গেই ব্যাঙ্কিং সেক্টরও তলানিতে। গোটা বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকার কোনও পদক্ষেপই নিচ্ছে না। যতদিন যাবে কোনও পদক্ষেপ না নেওয়া হলে পরিস্থিতি আরও খারাপ হবে এবং আমাদের জন্য তা আরও বড় ক্ষতি।’ নোবেলজয়ী অভিজিতের এহেন মন্তব্য যে কেন্দ্রের বিজেপি সরকারের অস্বস্তি আরও বাড়িয়ে দিল তা বলাই বাহুল্য।
প্রসঙ্গত, এর আগেও ভারতের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছিলেন অভিজিৎ। বলেছিলেন, ‘বাজেটের ঘাটতি এবং লক্ষ্যমাত্রা পূরণের কথা আমাদের ভুলে যাওয়া উচিত। এমনকি মুদ্রাস্ফীতি লক্ষ্য করে ভুলে যাওয়া উচিত। অর্থনীতিকে কিছুটা পরিপক্ক করা উচিৎ।’ কর্পোরেট সেক্টর আসলে এককারি নগদের ওপর বসে আছে। সেই নগদ কোনও ভাল কাজেও খাটাচ্ছে না সরকার, এমনও দাবি করেন অভিজিৎ। এবার একবার ফের দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিলেন তিনি।
উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবসের দিন রাজস্থানের জয়পুরে এক সাহিত্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তাঁর নোবেল জয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘এরকমটা নয় যে ভারতে প্রতিভার অভাব রয়েছে। কিন্তু সবকিছুর একটা সুনির্দিষ্ট পদ্ধতি লাগে। যেটা এখানে নেই। ভারতে থেকে কাজ করলে তাঁর পক্ষে কখনই নোবেল পাওয়া সম্ভব হত না।’ এই মন্তব্য নিয়ে এখন গোটা দেশে হইচই।