ইপিএলে গত ম্যাচে লিগ টেবিলের তলায় থাকা দলের কাছে লজ্জাজনক হার হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। যারপর সমর্থক এবং প্রাক্তনীদের তোপের মুখে পড়েছিলেন রেড ডেভিলসদের ম্যানেজার সোলসার। তবে গতকাল এফএ কাপে বিশাল বড় ব্যবধানে জিতল ম্যান ইউ। ট্র্যানমিয়ারকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড হারায় ৬-০ ব্যবধানে। অন্যদিকে, জয় পেয়েছে ম্যাঞ্চেস্টার সিটিও। এফএ কাপের অন্য ম্যাচে ফুলহ্যামের বিরুদ্ধে ম্যান সিটি জিতেছে ৪-০ গোলে।
রবিবার পেপ গুয়ার্দিওলার প্রশিক্ষণাধীন ম্যাঞ্চেস্টার সিটি আট মিনিটে ইলখাই গুন্দোয়ানের পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যায়। এগারো মিনিট পরেই বার্নার্দো সিলভার গোলে ব্যবধান বাড়ায় তাঁরা। বিরতিতে ম্যাচের ফল ছিল ২-০। দ্বিতীয়ার্ধের শেষ দিকে ৭২ ও ৭৫ মিনিটে জোড়া গোল করে ৪-০ করেন তারকা গ্যাব্রিয়েল জেসুস।
অন্য দিকে, ট্র্যানমিয়ার রোভার্সের বিরুদ্ধে ম্যান ইউয়ের গোলদাতা হ্যারি ম্যাগুইরি, দিয়োগো দালোত, খেসে লিনগার্ড, ফিল জোন্স, অ্যান্থনি মার্শিয়াল ও মেসন গ্রিনউড। এদিনের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে ম্যান ইউ। আর ফলে শুরুর দিকেই গোল তুলে নেয় তাঁরা। তবে সেখানেই থেমে না থেকে ক্রমশ চাপ বাড়ায় ট্র্যানমিয়ারের ওপর। যার ফলে রীতিমতো তাসের ঘরের মত ভেঙে পড়ে বিপক্ষের রক্ষণ। ফলতঃ হাফ ডজন গোলে ম্যাচ যেতে ম্যান ইউ।