১৯৫০ সালের ২৫ জানুয়ারি প্রতিষ্ঠা হয়েছিল ভারতীয় নির্বাচন কমিশন। ২০১১ থেকে প্রতি বছরই জানুয়ারির এই দিনেই জাতীয় ভোটার দিবস পালন করে দেশ। চলতি বছর যাত্রা শুরুর ৭০ বছর পূর্তি পালন করছে দেশের নির্বাচন কমিশন। আর এমন দিনেই নাগরিকদের শুভেচ্ছার পাশাপাশি সবাই যে ‘নাগরিক’, তা ফের স্মরণ করিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার একটি টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আজ জাতীয় ভোটার দিবস। আমরাই বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। গণতন্ত্রে ভোটাররাই সবার উপরে। যাঁরা ভোট দেন, তাঁদের প্রত্যেককেই আমাদের স্যালুট। আমরা সবাই নাগরিক।’
সিএএ-এনআরসি নিয়ে প্রতিবাদের প্রথম দিন থেকেই ‘নাগরিক’ শব্দে জোর দিয়েছেন তৃণমূল নেত্রী। প্রায় সব নজরকাড়া জনসমাগম থেকেই বলেছেন, ‘আমরা সকলেই দেশের নাগরিক। সকলকে বলব, ভয় পাওয়ার কিছু নেই। আপনার নাগরিকত্ব কে ছিনিয়ে নেবে?’ এনআরসি-সিএএ বিরোধী আন্দোলনকে ‘অধিকারের লড়াই, নাগরিকত্ব, জমি-মাটি বাঁচানোর লড়াই’’ বলেই জানিয়েছেন তিনি।
সম্প্রতি দার্জিলিঙে সভা থেকে মোদী সরকারকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেছে, ‘নাগরিকদের ভোট নিয়ে এখন প্রধানমন্ত্রী নাগরিকদেরই তাড়াতে চাইছেন।’ সিএএ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর কথাও জানিয়ে দিয়েছেন তিনি। রাজনৈতিক মহলের একাংশের মতে, নাগরিক দিবসের টুইটে কেন্দ্রীয় শাসকদলকে এই কথাই স্মরণ করিয়ে দিলেন তৃণমূল নেত্রী।