নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয় এবং মিজোরামের মতো রাজ্যগুলিতে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করা হবে না। পরিস্কার জানিয়ে দিলেন বিজেপি শাসিত অসমের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করলেন খোদ বিজেপি মন্ত্রীই।
আসামের মন্ত্রীর বক্তব্য, এই রাজ্যগুলিতে কোনও হিন্দু বাঙালি জনগোষ্ঠী নেই। আর তাই এখন শুধুমাত্র আসাম, ত্রিপুরা ও সিকিমকে সিএএ–এর আওতায় আনা হয়েছে। এদিকে কেন্দ্রের বিজেপি সরকার বলছে, গোটা দেশেই কার্যকর করা হবে সিএএ। তাহলে নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয় কি দেশের বাইরে? কেন্দ্রের বিজেপি সরকারের কেন বিরোধিতা করছেন আসামের বিজেপি মন্ত্রী? উঠছে প্রশ্ন। হেমন্ত বিশ্বশর্মার বক্তব্য, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, মিজোরামের মতো রাজ্যগুলিতে ভারত সরকারের রেকর্ড অনুযায়ী হিন্দু বাঙালির সংখ্যা খুব কমই রয়েছে। আর তাই এই রাজ্যগুলিতে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করা হলে অকারণে প্রতিবাদ, আন্দোলন মাথাচাড়া দেবে। পাশাপাশি এই মুহূর্তে কেন্দ্র বিরোধী আন্দোলন অযথা মাথাচাড়া দিলে রাজ্যগুলির আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা থাকবে।