উইলিয়ামসনের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ০-৩ হারের পরে। প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালামও বলেছিলেন, ‘‘নেতৃত্ব দিতে হয়তো আর ভাল লাগছে না উইলিয়ামসনের। যে কোনও একটি ফর্ম্যাট থেকে সরে দাঁড়াতে পারে”। কিন্তু উইলিয়ামসনের পাশে দাঁড়ালেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তিনি জানিয়েছেন, ফল দিয়ে নেতৃত্বের মান বিচার করা যায় না। দল তৈরি করাই মূল কাজ অধিনায়কের।
কোহলি বলেন, ‘‘দল খারাপ খেললেই দ্রুত দোষ দিয়ে দেওয়া হয় অধিনায়ককে। কেন? যদি কোনও দল খারাপ ভাবে হারে, সে ক্ষেত্রে সেই দায় নিতে হবে পুরো দলকে। শুধু অধিনায়ক একা নেবে কেন! আমার মনে হয় না ফল দিয়ে নেতৃত্বের মান যাচাই করা উচিত। কী ভাবে একটি দল তৈরি করা হচ্ছে, তার উপরেই অধিনায়ককে বিচার করা প্রয়োজন। উইলিয়ামসন খুব ভাল ভাবেই এই দায়িত্ব সামলেছে। এমনকি ওর সতীর্থেরাও ওকে খুব পছন্দ করে।’’
নিউজিল্যান্ড অধিনায়ক যদিও জানিয়েছেন, শেষ সিরিজের ব্যর্থতা ভুলে এখন এগিয়ে যাওয়ার সময়। উইলিয়ামসনের কথায়, ‘‘ফল যাই হোক, ভেঙে পড়া চলবে না। একের পর এক বড় পরীক্ষা সামনে এসে পড়বে। সেখান থেকে উঠে দাঁড়াতে হবে। ভারতের বিরুদ্ধে আমাদের আত্মবিশ্বাস ফেরানোর সব চেয়ে বড় সুযোগ। প্রত্যেকেই এই পরীক্ষা দিতে প্রস্তুত।’’