সিএএ বিরোধী আন্দোলনে দেশ উত্তাল। ‘কাগজ আমরা দেখাবো না’, এটা শুধু মাত্র একটা শব্দ বন্ধ নয়, এটা দেশের আন্দোলনের এক অংশ হয়ে গেছে। এবং যার শরিক হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সাধারণ মানুষ৷ সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া নয়া ফরমানে জনমানসে চরম বিভ্রান্তি দেখা দিয়েছে৷ কারণ, রিজার্ভ ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছে এনপিআর-এর চিঠিকে ব্যাঙ্কের কেওয়াইসি-র জন্য বৈধ নথি হিসেবে গণ্য করা হবে।
দেশের ১১টি রাজ্য তাদের রাজ্যে এনপিআর করবে না বলে ঘোষণা করেছে৷ এই অবস্থায় কী ভাবে আরবিআই কেওয়াইসি ফর্মে এনপিআর চিঠি কে বৈধ নথি হিসাবে অন্তর্বুক্ত করতে চাইছে? এর পেছনে মোদী সরকারের ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন রাজনৈতিক মহল। অনেক গ্রাহকেরই প্রশ্ন এখনও দেশজুড়ে এনপিআর চালুই হয়নি৷ এই নিয়ে চলছে তুমুল বিতর্ক৷ তালে কিভাবে রিজার্ভ ব্যাঙ্ক এই সিদ্ধান্ত নেয়!
নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা কিংবা তা বজায় রাখার জন্য কেওয়াইসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন কেওয়াইসি করতে গেলে এনপিআর-এর চিঠি দিতে হবে। তাতেই আতঙ্ক তৈরি হয়েছে মানুষের মনে।
আতঙ্কিত সরকারি কর্মীরাও রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সেই ব্যক্তি জানিয়েছেন, তিনি নিজের অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা তুলেছেন। তাঁর দাবি ব্যাঙ্কের প্রায় সব গ্রাহকই আতঙ্কগ্রস্ত। নোটবাতিলের অভিজ্ঞতা আতঙ্কিত গ্রাহকরা জানিয়েছেন, তাঁদের নোটবাতিলের সময়ের অভিজ্ঞতা রয়েছে।