‘তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব’ – এই একটি উক্তিতেই আপামর দেশবাসীর মনে জায়গা করে নিয়েছেন তিনি। শুধু বিপ্লবের বুলিই আওড়াননি, দেশের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে ছুটে গিয়েছিলেন সুদূর জার্মানী-রাশিয়া-জাপানেও। আজও বাঙালি তথা প্রতিটি ভারতীয়র মনে ‘অমর’ তিনি।
আজ সেই দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৩ তম জন্মদিবস। ১৮৯৭ সালের ২৩ জানুয়ারি অর্থাৎ এই আজকের দিনেই কটকে জন্মগ্রহণ করেন তিনি। শুধু একজন স্বাধীনতা সংগ্রামীই নন, কলকাতা কর্পোরেশনের মেয়র পদেও আসীন ছিলেন সুভাষচন্দ্র। তাই আজ তাঁর ১২৩ তম জন্মদিনে মহানগরীর অন্যতম শ্রেষ্ঠ মহানাগরিককে শ্রদ্ধা জানিয়ে এক তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করল কলকাতা পুরসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নেতাজির ওপর নির্মিত ৪২ মিনিটের এই তথ্যচিত্রের শুভ উদ্বোধন করেন কলকাতার বর্তমান মহানাগরিক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন সকাল ১০টায় ধর্মতলায় অবস্থিত কলকাতা পুরসভার প্রধান কার্যালয়ের ১ নং কনফারেন্স রুমে এই তথ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। ফিরহাদ ছাড়াও উপস্থিত ছিলেন পুরসভার কর্তা-ব্যক্তিরা।