জওহরলাল নেহরুর হিংসার ঘটনায় ভিডিও-র মুখোশে মুখ ঢাকা মহিলার নাম প্রকাশে প্রথমে অনিচ্ছুক ছিল দিল্লী পুলিশ৷ এবার সেই মহিলার পরিচয় প্রকাশ্যে আনল তারাই। তিনি দিল্লী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কোমল শর্মা৷ ভিডিও-তে দেখা যাচ্ছে, ওই মহিলার পরনে চেক শার্ট, হালকা নীল স্কার্ফ নিয়ে মুখ ঢাকা৷ হাতে রড৷ তাঁকে দেখা যাচ্ছে অন্য ২ জনের সঙ্গে তিনিও সবরমতী হসেটেলে হুঁশিয়ারি দিচ্ছেন৷ এমনকি এবিভিপি স্বীকার করেও নিয়েছে ওই মহিলা তাঁদেরই সদস্য।
কোমল দিল্লী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ দৌলতরাম কলেজের ছাত্রী এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য বলে খবর। এবিভিপি-র পক্ষথেকেও এই খবরের সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে। দিল্লী এবিভিপির রাজ্য সচিব সিদ্ধার্থ যাদব নিজেই জানিয়েছেন কোমল শর্মা তাঁর দলের সক্রিয় কর্মী। ছবিতে দুই পুরুষ সঙ্গীর সঙ্গে লাঠি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে কোমল শর্মাকে। পুলিশ জানিয়েছে, শনাক্তকরণকারী প্রত্যেককে নোটিশ দেওয়া হয়েছে৷ আকশাথ আওয়াস্থি এবং রোহিত শাহকে ভারতীয় দণ্ডবিধির ১৬০ ধারায় নোটিশ পাঠানো হয়েছে৷ ৩ জনকে এখনও ধরা সম্ভব হয়নি৷ তবে চেষ্টা চলছে৷ তাঁদের ফোন সুইচ অফ৷
গত ৫ জানুয়ারি জেএনইউ ক্যাম্পাসে মধ্যে মুখোশধারীদের হাতে আক্রান্ত হন আন্দোলকারী পড়ুয়া ও অধ্যাপক-অধ্যাপিকারা। সবরমতী ও পেরিয়ার হস্টেলে ঢুকে তাণ্ডব চালায় একদল মুখোশধারীরা। জখম হন জেএনইউএসইউয়ের সভানেত্রী ঐশী ঘোষ সহ মোট ৩৪ জন পড়ুয়া। ভাঙচুর চলে হস্টেলগুলোতে। তারপরই ভাইরাল ভিডিওতে দেখা যায়, লাঠি হাতে ওড়নায় অর্ধেক মুখ ঢাকা এক মহিলা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের শাসাচ্ছেন। কখনও লাঠি উঁচিয়ে হুমকিও দিচ্ছেন। প্রথম থেকেই বিরোধীরা সরব ছিলেন এই ঘটনায় হাত রয়েছে এবিভিপির। এবার কোমলকে নিজেদের সদস্য বলে মেনে নিয়ে আরও কোণঠাসা হয়ে পড়ল এবিভিপি তা বলাই বাহুল্য।