ভারতীয় ক্রিকেটাররা এখন যে ফর্মে রয়েছেন তাতে সকলেই ভেবেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে চিরাচরিত জয় ধরে রাখতে সফল হবে ভারত। কিন্তু তেমনটা হল না। একদিনের ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়ে জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলীয় বোলারদের বিরুদ্ধে কি অতি সাবধানী ছিলেন তাঁর দলের ব্যাটসম্যানেরা? এমনই ইঙ্গিত দিলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। পুরস্কার বিতরণী মঞ্চে এসে কোহালি বলেন, ‘‘কয়েকটি পর্বে ওদের বোলারদের আমরা অতিরিক্ত সম্মান করেছি। ম্যাচের নিয়ন্ত্রণ হাতে তুলে নেওয়ার চেষ্টা করিনি। অস্ট্রেলিয়া খুবই ভাল দল। ওদের বিরুদ্ধে খুব ভাল খেলতে না পারলে ওরা আঘাত করবেই।’’
ম্যাচের সেরা ডেভিড ওয়ার্নার বলেন, ‘‘আমার মধ্যে সব সময়ই বড় রানের খিদেটা ছিল। সেটা কোথাও চলে যাওয়ার নয়। আর আমরা জানতাম, যত ক্ষণ পারব যদি ক্রিজে থাকতে পারি, তা হলে রানটা তুলে দিতে পারব। আমার লক্ষ্য হচ্ছে, সব সময় একশো শতাংশ দেওয়া।’’
শুরুর দিকে অতিরিক্ত মন্থর ব্যাটিং নীতি নিয়ে ধৈর্যচ্যুতি ঘটতে শুরু করেছে ভারত অধিনায়কের। বেশ কিছুটা সময় ধরেই প্রথম দশ ওভারে অতিরিক্ত মন্থর ব্যাটিং করছেন ভারতীয়রা। বিশ্বকাপে কয়েকটা ম্যাচে এমনকি, দশ ওভারে ৩০-৪০ করে তুলেছেন।
মন্থর ব্যাটিং নিয়ে শিখর ধওয়নের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘ঠিক যে সময়টা আমরা রানের গতি তুলব ভাবছিলাম, তখনই চার উইকেট পড়ে গেল। তাই কিছুটা ধাক্কা খেল আমাদের পরিকল্পনা। না হলে তিনশো রানের লক্ষ্য নিয়ে এগোচ্ছিলাম আমরা। উইকেট পড়ে যাওয়াতে আটকে যাই।’’
তবে কোহালির কথাবার্তায় ফের ফিরে আসার আহ্বান ধরা পড়ল, ‘‘এখান থেকে প্রত্যাবর্তন ঘটানোটা আর একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আমাদের সেটা নিতে হবে।’’