বনধের নামে রাজ্যে সিপিএম এবং কংগ্রেসের ‘নোংরা’ রাজনীতির প্রতিবাদে আগামী ১৩ জানুয়ারির দিল্লী সফর বাতিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলায় সিপিএম এবং কংগ্রেস যেভাবে গুন্ডামি করছে, নোংরামি করছে, তাতে আমি দিল্লীর মিটিং বয়কট করছি। দিল্লী যাচ্ছি না। তবে সোনিয়া গান্ধীর ডাকা বৈঠক বয়কট করলেও তৃণমূল নেত্রীকেই পাশে চায় কংগ্রেস।
তাই সংসদ থেকে সড়ক, যখনই সংশোধিত নাগরিকত্ব আইন, এনআরসি, এনপিআর নিয়ে কেন্দ্র বিরোধী সমমনোভাবাপন্ন দলগুলির যৌথ কর্মসূচী হবে, তখনই মমতাকে ডাকা হবে বলে এআইসিসি সূত্রে জানা গিয়েছে। আসলে মোদী বিরোধী মঞ্চে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী নেতৃত্ব দিলেও মমতার মতো লড়াকু নেত্রীর সাহস এবং শক্তিকে কোনওভাবেই হাতছাড়া করতে চায় না কংগ্রেস। তৃণমূলকে বয়কট করলে আদতে বিজেপির লাভ হবে বলেই রাজনৈতিক মহলের মত। তাই মমতা পূর্ব নির্ধারিত কর্মসূচী বাতিল করলেও, মোদী বিরোধী জোটে তাঁকে সর্বদা পাশেই পেতে চায় কংগ্রেস।
সেই মতো আাগামী সোমবারের বৈঠকে শেষ মুহূর্তে তৃণমূল নেত্রীর না আসার সিদ্ধান্ত নিয়ে তেমন কড়া কোনও মন্তব্য করতে চায়নি কংগ্রেস। বরং দলের মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ বলেন, বিজেপি বিরোধী সম মনোভাবাপন্ন সব রাজনৈতিক দলকেই সোমবারের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরপর কে আসবেন, কে আসবেন না, সেটা সেদিনই স্পষ্ট হবে। দলীয় সূত্রে খবর, সোমবারের বৈঠক মমতা বয়কট করলেও, কংগ্রেস কোষাধ্যক্ষ আহমেদ প্যাটেল তৃণমূলনেত্রীর সঙ্গে যোগাযোগ রেখে চলবেন।