জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঐশী ঘোষদের পাশে দাঁড়িয়েছিলেন বলিউডের ডিভা দীপিকা পাডুকোন। তারপর থেকেই নানা ভাবে গেরুয়া শিবির থেকে আক্রমণ করা হচ্ছে তাঁকে। এবার তো কেন্দ্রীয় মন্ত্রী পরোক্ষে অভিনেত্রীকে ‘সন্ত্রাসবাদীদের সমর্থক’ বলে আক্রমণ করে বসলেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রী গজেন্দ্র সিং শেখাবতকে এই বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায়। তিনি বলেন, ‘শিল্পী ও রাজনীতিবিদদের একাংশ এমন কিছু মানুষের পাশে দাঁড়াচ্ছেন যারা জঙ্গীদের সমর্থক, এবং তাদের পক্ষেই স্লোগান তুলছে।’
নরেন্দ্র মোদীর মন্ত্রী বলেন, ‘শুধু অভিনেতা-অভিনেত্রী নয়, রাজনৈতিক নেতাদের একটা বড় অংশও এমন কাজ করছেন যেটা দেশের সংস্কৃতির বিরুদ্ধে। তারা এমন মানুষদের পাশে দাঁড়াচ্ছেন যারা সন্ত্রাসবাদীদের হয়ে স্লোগান তুলে তাদের সমর্থন করেন, এবং এমন স্লোগান তোলেন যা দেশকে ভাগ করার করার কথা বলে।’ তবে বিজেপির এই অভিযোগ একেবারেই নতুন নয়। যে বিজেপি বিরোধী, তাদেরকেই ‘দেশ বিরোধী’ আখ্যা দেওয়া সম্প্রতি নতুন সংস্কৃতিতে পরিণত হয়েছে বিজেপির। সেই ধারা বজায় রেখেই মন্তব্য করেছেন এই কেন্দ্রীয় মন্ত্রী। এমনকী বিজেপির তরফ থেকে তো দীপিকার নতুন ছবি ‘ছপক’-কে বয়কট করার ডাকও দেওয়া হয়েছিল। বলিউডের একাংশ অবশ্য এই বিতর্কে দীপিকার পাশেই দাঁড়িয়েছেন। তবে কেউ বিজেপির বিরুদ্ধে গিয়ে কথা বলবে এমনটা হজম হচ্ছে না গেরুয়া শিবিরের।
গত বুধবার রাতে জেএনইউ ক্যাম্পাসে বক্তব্য রাখছিলেন ঐশী ঘোষ। তখনই আচমকা প্রহৃত পড়ুয়াদের সমর্থনে সেখানে গিয়ে হাজির হন দীপিকা পাডুকোন। একদিকে যখন সিলভার স্ক্রিনের মুখ্য তারকারা মুখে তালা ঝুলিয়ে রেখেছেন, তখন কিছু না বলেই সেখানে গিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী। কিন্তু তারপর থেকেই বিজেপির রোষানলের মুখে পড়তে হয়েছে তাঁকে। এতে অবশ্য বিশেষ আফসোস নেই দীপিকার। তিনি নিজের অবস্থান ধরে রেখেছেন।