সড়কপথে বিক্ষোভের আশঙ্কা। তাই জলপথই ভরসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
নাগরিকত্ব আইন বিরোধী বিতর্কের মাঝে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তাঁর এই সফর ঘিরে শুরু হয়েছে বিতর্ক৷ ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সফর ঘিরে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে রেখেছে বাম ও কংগ্রেস নেতৃত্ব৷ এবার সেই হুঁশিয়ারিকে মাথায় রেখে প্রধানমন্ত্রীর সফরসূচী বদলে গেল। জানানো হল, সড়ক পথে নয়, জলপথেই বেলুড় যাবেন মোদী।
পি এম ও এস পি জি সূত্রে খবর, সড়ক পথে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত নয়। তাই শনিবার মিলেনিয়াম পার্কে পোর্ট ট্রাষ্টের অনুষ্ঠানের পর বিলাসবহুল ক্রুজে চেপেই বেলুড় যাবেন প্রধানমন্ত্রী।
ইতিমধ্যেই জলপথে মোদীর সফর ঘিরে গোটা ব্যবস্থাপনা খতিয়ে দেখতে শুরু করেছে নরেন্দ্র মোদীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি৷ মিলেনিয়াম পার্ক চলে গিয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার দায়িত্বে৷ কোথাও কোনও ত্রুটি না থাকে, তা নিশ্চিত করতে কড়া নজরদারি শুরু হয়েছে৷
তবে, মোদির বেলুড়মঠ সফরের রুট পরিবর্তন হওয়ায় বিক্ষোভের কৌশল বদল করেছে বাম-কংগ্রেস নেতৃত্ব৷ জানা গেছে, প্রয়োজনে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে বিক্ষোভ দেখানোর প্রস্তুতি নিতে শুরু করেছে তারা।