জেএনইউ নিয়ে যখন দেশজুড়ে বিতর্ক দানা বাঁধছে, তখনই উপাচার্যের পদত্যাগ দাবি করলেন বিজেপির বর্ষীয়ান নেতা মুরলি মনোহর যোশী। উপাচার্যের পদত্যাগের দাবিতে রাষ্ট্রপতি ভবন অভিযানের পরিকল্পনা করেন পড়ুয়ারা। তাঁদের নেতৃত্বে ছিলেন ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। কিন্তু পড়ুয়াদের অভিযান মাঝপথেই থামিয়ে দেয় পুলিশ। মিছিলে নির্বিকারে লাঠিচার্জেরও অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে। এই বিতর্কের মাঝেই বিজেপির অস্বস্তি বাড়ালেন মুরলি মনোহর যোশী।
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম জগদেশ কুমারের তীব্র সমালোচনা করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ফি বাড়ানোর জন্য উপাচার্যকে তীব্র ভর্ৎসনা করেন। তারপর বাজপেয়ী জমানার শিক্ষামন্ত্রী যোশী জানান, উপাচার্যের এই আচরণ খুবই দুঃখজনক। আর তাই আমি মনে করি এই উপাচার্যকে আর ওই পদে রাখা উচিত নয়।
টুইট করে তিনি আরও জানান, ‘ফি বৃদ্ধি নিয়ে গন্ডগোলের সময় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দু’বার উপাচার্যকে বর্ধিত ফি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য কার্যকরী উপায় বের করতে বলেছিলেন। পড়ুয়া এবং অধ্যাপকদের সঙ্গে আলোচনার পরামর্শ দেওয়া হয়েছিল বলে রিপোর্টে আছে। কিন্তু তিনি তা মানেননি। এই বিষয়ে একগুঁয়ে মনোভাবের পরিচয় দিয়েছিলেন। এই আচরণ খুবই দুঃখজনক। তাই ওঁনাকে আর উপাচার্যের পদে না রাখাই উচিত।’