আগামী ৫ বছরের মধ্যে ভারতের অর্থনীতিকে ৫ ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার বুলি আউড়িয়ে দেশবাসীকে যে স্বপ্নের ফানুসে চড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এক বছর পেরনোর আগেই যে তা ফুটো হয়ে গিয়েছে, সে কথা স্পষ্ট। কারণ প্রায় রোজদিনই তলানিতে নামার নতুন নতুন রেকর্ড করে চলেছে দেশের অর্থনীতি। মোদী সরকারের পরিসংখ্যান মন্ত্রকও জানিয়ে দিয়েছে, চলতি বছরেও আর্থিক বৃদ্ধির হার ৫ শতাংশেই আটকে থাকবে। আর এসব দেখেই আন্তর্জাতিক অর্থনৈতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের দাবি, ৪২ বছরে ভারতের অর্থনীতির এমন বেহাল অবস্থা হয়নি। তাঁদের পরামর্শ, সরকারের এই সমস্যাটির প্রকৃত অবস্থা অনুধাবন করা উচিত।
বস্তুত, মঙ্গলবার জাতীয় পরিসংখ্যান দফতর (এনএসও) তাদের প্রথম পূর্বাভাস প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে ২০১৯-‘২০ আর্থিক বছরে ভারতের প্রকৃত জিডিপি বৃদ্ধির হার হবে ৪.৯৮ শতাংশ। ২০০৮-‘০৯ আর্থিক বছরে, যে সময় বিশ্বব্যাপী আর্থিক মন্দা দেখা দিয়েছিল, তার পর থেকে এত খারাপ হাল আর হয়নি। দাবি অর্থনীতিবিদদের একাংশের। সে বছর এই হার ছিল ৩.৮৯ শতাংশ। কিন্তু এর চেয়েও তাৎপর্যপূর্ণ একটি বিষয় দেখা যাচ্ছে। নমিনাল বৃদ্ধির হার অনুমান করা হচ্ছে ৭.৫৩ শতাংশ, যা ১৯৭৫-‘৭৬ আর্থিক বছরের পর একটি রেকর্ড। সেই আর্থিক বছরে এই হার ছিল ৭.৩৫ শতাংশ।
এর পাশাপাশি আরও একটি বিষয়ও রয়েছে। ২০০২-‘০৩ আর্থিক বছরের পর নমিনাল জিডিপি বৃদ্ধির হার এই প্রথম এক অঙ্কে এসে পৌঁছেছে। এর আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) চলতি আর্থিক বছরে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে ৫ শতাংশ করেছে। ব্লুমবার্গ বলছে, এই পূর্বাভাস প্রকৃত অর্থনীতির জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ, এই পূর্বাভাসের ওপর নির্ভর করেই কোনও সরকার পরবর্তী আর্থিক বছরের বাজেট প্রস্তুত করে থাকে। সেই বাজেটে নমিনাল বৃদ্ধি নিয়ন্ত্রণের একটি বিষয় থাকে। কর আদায়ের লক্ষ্যমাত্রাও ঠিক করা হয়ে থাকে এর ভিত্তিতেই। ফলে সেই জিডিপি বৃদ্ধির হার কম থাকলে, তার প্রভাব পড়বে আগামী বাজেটে।
প্রসঙ্গত, জিডিপি হল কোনও একটি নির্দিষ্ট বছরে সমস্ত পণ্য ও পরিষেবার বাজারমূল্য। যার মধ্যে পণ্যের ওপর ধার্য সমস্ত কর ও ভর্তুকিও ধরা থাকে। বর্তমান দামের বাজারমূল্য হল নমিনাল জিডিপি। একটি নির্দিষ্ট ভিত্তিবর্ষে সমস্ত পণ্যের মোট মূল্য হল প্রকৃত জিডিপি। অর্থাৎ নমিনাল জিডিপি থেকে মুদ্রাস্ফীতি বাদ দিলে প্রকৃত জিডিপি বেরিয়ে আসে। একটি নির্দিষ্ট বছরকালে পণ্য ও পরিষেবা কতটা বেড়েছে তারই হিসেব প্রকৃত জিডিপির হার বৃদ্ধি। অন্যদিকে, নমিনাল জিডিপি হার বৃদ্ধি হল উৎপাদন ও দামবৃদ্ধির ফলে আয়বৃদ্ধির হিসেব। সবমিলিয়ে বলা যায়, দেশের অর্থনীতি নিয়ে ব্লুমবার্গের এই রিপোর্টে যে নতুন করে চাপ বাড়াল কেন্দ্রের, তা বলার অপেক্ষা রাখে না।