বুধবার সন্ধ্যেবেলা ইস্টবেঙ্গলে সই করলেন আভাস থাপা। মূলত লেফট ব্যাকে খেলতেই স্বচ্ছন্দ আভাস। কিন্তু সূত্রের খবর, মঙ্গলবার যে যে পজিশনের জন্য ফুটবলার চেয়েছিলেন কোচ আলেহান্দ্রো মেনেন্দেস, বিনিয়োগকারী হেঁটেছেন ঠিক তার উল্টো পথে। গত বছর রিয়াল কাশ্মীরের হয়ে আই লিগে খেলেছিলেন এই বঙ্গসন্তান। নজরও কেড়েছিলেন স্টপারে। এ বছর তিনি সই করেছিলেন ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব হায়দ্রাবাদ এফসি-তে। সেখান খেলার সুযোগ পাননি। তাই বাকি মরসুমের খেলার জন্য তরুণ এই ফুটবলার লাল-হলুদের প্রস্তাবে রাজি হয়ে যান। তবে এই সইসাবুদ ঘিরেই নতুন বিতর্ক তৈরি হয়েছে।
হঠাৎই বিনিয়োগকারী সংস্থার এই সিদ্ধান্ত দেখে ইস্টবেঙ্গল কর্তারা অনেকেই অবাক। কারণ তাঁদের সঙ্গে আলোচনায় বসে কোচ চেয়েছিলেন একজন স্ট্রাইকার, উইঙ্গার ও মিডিও। কিন্তু আভাস ডিফেন্সের খেলোয়াড়। তাহলে ওকে কোথায় ব্যবহার করা হবে? তবে বিনিয়োগকারীদের পক্ষ থেকে জানানো হয়, কোচের সঙ্গে কথা বলেই নাকি আভাসকে নেওয়া হয়েছে। মাঝমাঠের ব্লকার হিসাবে খেলানোর জন্য তাঁকে ব্যবহার করবেন কোচ।
এ দিন বনধের মধ্যে এটিকে এবং মোহনবাগান যুবভারতী সংলগ্ন মাঠে প্রস্তুতি সারলেও লাল-হলুদ ব্রিগেডকে ছুটি দিয়েছিলেন স্প্যানিশ কোচ। ফলে হায়দ্রাবাদের রিজার্ভ বেঞ্চেও বসার সুযোগ না পাওয়া অভাসকে নেওয়ার পিছনে কোচের কোন অঙ্ক কাজ করেছে তা জানা যায়নি। আজ বৃহস্পতিবার ফের অনুশীলনে নামবেন হুয়ান-কোলাডোরা।