মিশন কাশ্মীর সফল। এবার মোহন কোচ কিবু ভিকুনা চান, পরের ম্যাচে ফোকাস করতে। ম্যাচের পর টিম হোটেলে ফিরে ডিনার টেবিলে ভিকুনা ফুটবলারদের বলেন যে, কাশ্মীর ম্যাচের সাফল্য ভুলে সামনে এগিয়ে যেতে হবে। বলা চলে কাশ্মীর থেকেই ইন্ডিয়ান অ্যারোজে ঢুকে পড়েছে। সবার উদ্দেশ্যই এক, ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে পুরো পয়েন্ট ঘরে আনা।
বৃহস্পতিবার ইন্ডিয়ান অ্যারোজ ম্যাচের জন্য মঙ্গলবার দুপুরে সল্টলেকের প্র্যাকটিস গ্রাউন্ডে প্রস্তুতি শুরু করল সবুজ-মেরুন ব্রিগেড। কোচ কিবু ভিকুনা মাঠ ছোট করে পাসিং ফুটবলের উপর জোর দিলেন। দলের ফিজিক্যাল ট্রেনার পাউলিয়াসের কাছে আলাদাভাবে গা ঘামানোর পরেও মূল দলের সঙ্গেও অনুশীলন করলেন তাজিকিস্তানের খেলোয়াড় টারসুনভ।
জানা গেল, টারসুনভের আন্তর্জাতিক ছাড়পত্র এসে গিয়েছে। বুধবার আইএফএ দফতরে গিয়ে তিনি সই করছেন। যার অর্থ, ডার্বির আগে টারসুনভকে দেখার জন্য দু’টি ম্যাচ পাচ্ছেন ভিকুনা। বৃহস্পতিবার অ্যারোজ ম্যাচ ছাডাও ১৪ জানুয়ারি লুধিয়ানায় পাঞ্জাব এফ সি’র বিরদ্ধে টারসুনভকে দেখে নেওয়ার সুযোগ পাবে টিম ম্যানেজমেন্ট। তবে মোহন বাগান কোচের সঙ্গে কথা বলে মনে হল, তিনি বৃহস্পতিবার টারসুনভকে পরিবর্ত হিসেবে ব্যবহার করবেন।
মোহন বাগান কোচ কিবু ভিকুনা বললেন, ‘এই ছন্দ এপ্রিলের মাঝপর্ব পর্যন্ত ধরে রাখা বেশ কঠিন। মোরান্তে- মুনোজরা কলকাতায় আসার পর এই মুহূর্তের আবহাওয়াই সবথেকে ভালো। আমি জানি মার্চ- এপ্রিলে আবার গরমের মধ্যে খেলতে হবে। আই লিগের শেষ পর্ব সবসময়েই জমজমাট হয়। লিগ জিততে গেলে মার্চের পরে আবহাওয়ার সঙ্গে আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে। কাশ্মীর থেকে তিন পয়েন্ট তুলে আনা ছিল বেশ কষ্টকর। শ্রীনগরের ঠান্ডা আবহাওয়ায় মানিয়ে নিতে খুব অসুবিধা হয়নি দলের স্প্যানিশ ফুটবলারদের। মূল্যবান তিনটি পয়েন্ট পেয়েছি আমরা।’