বাংলায় মরুভূমি ছাড়া বাকি সমস্ত প্রাকৃতিক সৌন্দর্যই বর্তমান। পাহাড় থেকে সমুদ্র, জঙ্গল থেকে মালভূমি, সবই আছে এই বাংলায়। আর সেই জায়গাগুলোর উন্নত পরিকাঠামো, ঝকঝকে রাস্তাঘাট এবং অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ায় এ রাজ্যে বেড়েছে পর্যটকের সংখ্যাও। আগের চেয়ে অনেক বেশি পর্যটক এখন বাংলায় আসছেন। আর বাইরে থেকে আসা সেই পর্যটকদের যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য এবার নতুন অ্যাপ আনতে চলেছে রাজ্য সরকার।
জানা গেছে, এই অ্যাপের মাধ্যমে হোটেল বুকিং থেকে গাড়ি বুক করার মতো সমস্ত সুবিধেই পাওয়া যাবে। এছাড়া কোন জায়গায় কী কী দ্রষ্টব্য আছে ও তার ইতিহাস সম্পর্কেও জানা যাবে এই অ্যাপে। এছাড়াও ট্রেন, বাস, বিমানের টিকিট কাটা থেকে রাজ্য সরকারের পর্যটন লজ হোম-স্টে বুকিং, সবই করা যাবে এই অ্যাপ থেকে৷ নতুন কোনও জায়গায় গিয়ে পর্যটকরা যাতে হয়রানির মধ্যে না পড়েন তা নিশ্চিত করতেই এই অ্যাপ বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।
রাজ্যের পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী জানিয়েছেন যে, গত কয়েক বছরে বাংলায় বিদেশি পর্যটকের সংখ্যাও উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। তবে এনআরসি এবং সিএএ-আন্দোলনের প্রভাব এই রাজ্যের পর্যটনে পড়েনি বলে দাবি করেছেন তিনি। বিদেশি ট্যুরিস্টরাও এই অ্যাপ থেকে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।