সিএএর বিরুদ্ধে গোটা দেশ জুড়ে বিক্ষোভ অব্যাহত। জামিয়ার ঘটনার পর দিল্লীর জেএনইউতে বিজেপির মুখোশধারী দুষ্কৃতীদের আক্রমণে আহত হয়েছেন ঐশী ঘোষ-সহ ১৮ জন। সেই জেএনইউ-র ঘটনার প্রতিবাদে এবার গুজরাতের আমেদাবাদে ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল এবিভিপির বিরুদ্ধে। প্রকাশ পেল এই ঘটনার ভিডিও।
দেশজুড়ে ফ্যাসিবাদের ছায়া দেখতে পাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। দেশের ছাত্র সমাজের উপর আঘাত হেনে গণতান্ত্রিক দেশে মানুষের প্রতিবাদ করার, কথা বলার অধিকার ছিনিয়ে নিচ্ছে বিজেপি। এসব কিছুর প্রতিবাদে গুজরাতের আমেদাবাদে এবিভিপির অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন এনএসইউআই এর সমর্থকেরা৷ তখন হঠাৎই লাঠি হাতে এনএসইউআই এর সমর্থকদের উপর চড়াও হয় এবিভিপির কর্মীরা। মুহুর্তেই রণক্ষেত্রের চেহারা নেয় ওই অঞ্চল। বহু এনএসইউআই এর সমর্থক আহত হন। হামলায় মাথা ফেটেছে এনএসইউআই এর সমর্থকদের। তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
জেএনইউর ঘটনায় পথে নেমেছে গোটা দেশ, সাধারণ মানুষ থেকে বিশিষ্টজন বুদ্ধিজীবীরা পথে নেমেছেন। সদ্য নোবেল প্রাপ্ত অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় উদ্বিগ্ন হয়ে মন্তব্য করেছেন, ‘দেশ কি নাৎসি জার্মানির পথে যাচ্ছে’।