টুইটারে ফিরলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। আর ফিরেই তাঁর নিশানায় মূল দুই ব্যক্তি অমিত শাহ ও নরেন্দ্র মোদী। সিএএ নিয়ে বিক্ষোভে গোটা দেশ। সিএএ নিয়ে কিংবা জামিয়ার ঘটনায় কিংবা জেএনইউর ঘটনায় দিল্লী পুলিশের ব্যবহারের নিরিখে ফের টুইটারে ফিরেছেন অনুরাগ। শুধু তাই নয়, সোশ্যালের পাশাপাশি দিল্লীর জেএনইউ বিশ্ববিদ্যালয়ের ঘটনায় রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন অনুরাগ।
গতকাল থেকেই সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ঘুরে বেড়াচ্ছে, সেখানে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিতা শাহের মুখ বাঁধা ছবি আর হাতে রয়েছে লাঠি। অর্থাৎ জেএনইউ-এর হামলাকারীদের সঙ্গে মোদী-শাহ জুটিকে তুলনা করে বানানো হয়েছে। আর সেই ছবিই নিজের টুইটার অ্যাকাউন্টের প্রোফাইলে ডিপি হিসাবে ব্যবহার করেছেন অনুরাগ।
গত রবিবার রাতে দিল্লীর জওহরলাল নেহুরু বিশ্ববিদ্যালয়ের সবরমতী গার্লস হোস্টেলে ঢুকে ভাঙচুর চালায় একদল মুখোশধারি দুষ্কৃতী। এই ঘটনার জন্য জেএনইউ-এর ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ-সহ মোট ১৮ জন পড়ুয়া আহত হয়। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে গেরুয়া ছাত্র সংগঠন এবিভিপির দিকে। এই ঘটনার প্রতিবাদেই অভিনব এই পন্থা গ্রহণ করেছেন অনুরাগ।