চেন্নাইকে হারানোর পরে রিয়াল কাশ্মীর নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। রবিবার রিয়াল বনাম মোহনবাগানের ম্যাচ দেখতে তাই স্টেডিয়াম ভরে যাবে আশা করছে প্রশাসন। দুপুর সাড়ে বারোটায় কিবু ভিকুনা যখন অনুশীলনে নামলেন, তখন তাপমাত্রা হিমাঙ্কের নীচে। কৃত্রিম ঘাস এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পুরোদমে অনুশীলনে নামলেন পুরো দল। জোসেবা বেইতিয়া থেকে সুহের ভিপি—সবাই মাঠে এসেছিলেন টুপি, জ্যাকেট পরে। হাতে ছিল গ্লাভস।
মোহনবাগান রয়েছে নিরাপত্তায় মোড়া সনওয়ারের হোটেলে। সেখান থেকে সেনা কনভয় কিবু বাহিনীকে অনুশীলনের জন্য নিয়ে আসে মাঠে। গতবার আই লিগে ভূস্বর্গ জয় করেছিল মোহনবাগান। এবার আগামীকালের ম্যাচের জন্য অপেক্ষায় গোটা দল। প্রায় পনেরো দিন পরে কিবুর দল আই লিগের ম্যাচ খেলতে নামছে। এবং বাড়তি শক্তি হিসেবে নতুন বিদেশি স্ট্রাইকার পাপা বাবাকর দিওহারাকে পেয়ে গিয়েছে মোহনবাগান।
প্রসঙ্গত, দলের ম্যানেজার ইমরান খান ফোনে বললেন, ‘‘ইন্টারনেট চলছে না। এটা সবার কাছেই সমস্যা। বাকি সবই স্বাভাবিক। কোনও সমস্যা হচ্ছে না ফুটবলারদের। তবে নিরাপত্তার কারণে রাতে কেউ বাইরে বেরোচ্ছে না।’’