সিএএ-এনআরসি জোড়া ইস্যুতেই গোটা দেশে এখন অগ্নিগর্ভ অবস্থা। প্রায় বেশিরভাগ রাজ্যেই বিক্ষোভ অব্যাহত। বিরোধীদের দাবি, ঝাড়খণ্ডে সিএএ-র প্রভাবেই ক্ষমতাচ্যূত হয়েছে বিজেপি। যদিও কেন্দ্রীয় শাসকদল তা মানতে নারাজ। এবার তামিলনাড়ুর স্থানীয় নির্বাচনেও দেখা গেল একই চিত্র। সেখানেও একপ্রকার উড়ে যাওয়ার মুখে সে রাজ্যের শাসকদল তথা বিজেপি শরিক এআইএডিএমকে। জানা গেছে, ভোটগণনায় এখনও অবধি সেখানে বিপুলভাবে এগিয়ে রয়েছে বিজেপি বিরোধী ডিএমকে।
বৃহস্পতিবার থেকে ভোট গণনা শুরু হলেও শাসকদল হেরে যাওয়ার ভয়ে ফলপ্রকাশে বিলম্ব করছে বলে আগেই অভিযোগ তুলেছিল বিরোধী ডিএমকে। অবশেষে শুক্রবার স্থানীয় পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনার দ্বিতীয় দিনে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে চলছে এর শেষ পর্ব। গতকালকের যেটুকু চিত্র সামনে এসেছিল তাতে ডিএমকে ও এআইডিএমকে-র মধ্যে রেষারেষি চললেও শুক্রবার ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে ডিএমকে। সূত্রের খবর, এখনও পর্যন্ত ৫০৬৭ পঞ্চায়েত ইউনিয়নের মধ্যে ২১৩১টিতে এগিয়ে ডিএমকে সমর্থিত প্রার্থীরা। এছাড়াও ৫১৫টি জেলা পঞ্চায়েতের মধ্যে ২৩৪টিতে এগিয়ে ডিএমকে।
প্রসঙ্গত সিএএ অনুযায়ী, হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, পার্সি বা জৈন ধর্মের যে সমস্ত মানুষ ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে থেকে ভারতে বসবাস করেছেন, তাঁরা ভারতের নাগরিকত্ব পেয়ে যাবেন। তবে এই আইনে শ্রীলঙ্কা থেকে আসা তামিলদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে কিছু বলা হয়নি। আর সেই প্রভাবই বিজেপির শরিক এআইডিএমকে-র ভোটব্যাঙ্কে পড়ল বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।