রাজ্যে দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেই সব ধরণের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের এক ছাতার তলায় এনে একটি সুসংহত সামাজিক সুরক্ষা যোজনা(এসএসওয়াই) চালু করেছিল তৃণমূল সরকার। শ্রম দফতরের রিপোর্ট বলছে, ২০১৭ সালে ওই নতুন ব্যবস্থা চালু হওয়ায় ইতিমধ্যেই বহু অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক এর আওতায় এসেছে। অনেক টাকা খরচও হচ্ছে এই শ্রমিকদের উন্নতিতে। ২০১৮-১৯ আর্থিক বছরে এই প্রকল্পে মোট ৩০০ কোটি ৭৭ লক্ষ ২৮ হাজার ৮৭৮ কোটি টাকা খরচ করেছে রাজ্য। ২০১৭-১৮ আর্থিক বছরের তুলনায় যা ৭ কোটি টাকা বেশি।
শ্রম দফতরের রিপোর্ট বলছে, ২০১৭-১৮ আর্থিক বছরে নির্মাণ ও পরিবহণ-সহ বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক মিলিয়ে নতুন ১ লক্ষ ৮১ হাজার ১৭০ জন এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন। সেখানে ২০১৮-১৯ আর্থিক বছরে নতুন নাম লিখিয়েছেন ১৩ লক্ষ ২৪ হাজার ৮০৭ জন। এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালিয়ে এই প্রকল্পে নাম লেখানোর জন্য অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের উৎসাহিত করা হচ্ছে বলে শ্রম দফতরের আধিকারিকরা জানিয়েছেন। তাঁদের মতে, শিবির খুলে প্রচার চালানো হচ্ছে বলে ভাল ফল মিলছে।
উল্লেখ্য, সামাজিক সুরক্ষা যোজনার কার্ড করলে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মাসে ২৫ টাকা জমা করতে হয়। আর রাজ্য সরকার তাঁদের প্রত্যেকের জন্য ৩০ টাকা করে জমা দেয়। ৬০ বছর বয়স হলে বা তার আগে মৃত্যু বা কাজ করার ক্ষমতা হলে মোট জমা টাকা সুদ সমেত ফেরত পাওয়া যায়। শুধু তাই নয়। এই প্রকল্পে নথিভুক্ত শ্রমিকরা একগুচ্ছ সুযোগ পান। যেমন দুর্ঘটনায় মৃত্যু বা গুরুত্বপূর্ণ অঙ্গহানি হলে ২ লক্ষ টাকা দেওয়া হয়। স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রেও দেওয়া হয় ৫০ হাজার টাকা। হাসপাতালে চিকিৎসা করানোর জন্য বছরে ২০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ আছে। ছেলে-মেয়েদের পড়াশোনার জন্যও বছরে ৪ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়।