বছর দুয়েক আগে এমনই এক ঘটনা ঘটেছিল উত্তরপ্রদেশে। এবার রাজস্থানের হাসপাতালে শিশুদের মৃত্যুমিছিল দেখে শিউরে উঠল গোটা দেশ। গত ২৪ দিনে রাজস্থানের কোটার জে কে লোন হাসপাতালে মারা গেছে মোট ৭৭টি শিশু! যার মধ্যে গত ৪৮ ঘণ্টাতেই মারা গেছে ১০টি শিশু! অভিযোগ কর্তব্যে অবহেলা ও শিশুদের অযত্নের জেরেই গত ২৪ দিনে ওই হাসপাতালে মারা গেছে ৭৭টি শিশু। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন এবং রাজ্য স্বাস্থ্য দফতর। ইতিমধ্যে শিশুমৃত্যুর কারণ অনুসন্ধানে বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
যদিও প্রাথমিক তদন্ত শেষে হাসপাতালের তরফে দায়িত্বে অবহেলা ও শিশুদের অযত্নের অভিযোগ অস্বীকার করা হয়েছে। হাসপাতালে তরফে জানানো হয়েছে, তাদের তরফে পরিকাঠামো গত কোনও ত্রুটি ছিল না। তাহলে প্রশ্ন কী ভাবে মারা গেল ওই শিশুগুলি। যার উত্তরে হাসপাতালের তরফে জানানো হয়েছে, ৭৭ জনের মধ্যে গত বেশ কিছুদিন ধরে অত্যন্ত আশঙ্কজনক পরিস্থিতিতে ভেন্টিলেটরে ছিল ১০টি শিশু। কিন্তু তাতেও তাদের বাঁচানো যায়নি।
পাশাপাশি ২৩ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে হাসপাতালে যে ৫টি সদ্যজাতর মৃত্যু হয়েছে, তার কারণ স্বরূপ হাসপাতালের তদন্ত কমিটি জানিয়েছে, ওই পাঁচটি শিশু জন্মর পর থেকেই মস্তিষ্কের এক বিশেষ রোগে আক্রান্ত হওয়ায় তাদের মস্তিষ্কে সঠিক ভাবে রক্ত পৌঁছাতে বাধা পাচ্ছিল। আর সেই কারণেই তাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা তৈরি হওয়ায় ওই পাঁচটি শিশু মারা যায়। অন্য যেসব শিশু মারা গেছে, তাদের মৃত্যুর কারণ তদন্তে প্রকাশ করা হয়েছে। তবে এরপরেও হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছেই। মৃত শিশুদের পরিবারের লোকেরাও হাসপাতালের যুক্তি মানতে নারাজ।