বহু যুদ্ধের সাক্ষী, শত্রুপক্ষের চোখ রাঙানি সহ্য করেছে বুক ফুলিয়ে, সেই ‘বাহাদুর’ মিগ-২৭ এবার অবসরের পথে। আগামী শুক্রবারই অন্তিমবারের জন্য উড়বে এই মিগ-২৭ যুদ্ধবিমান। আগামীকাল যোধপুরের বায়ুসেনার এয়ারবেস থেকে শেষবারের মতো আকাশপথে পাড়ি দেবে এই মিগ-২৭। এরপর এই যুদ্ধবিমানকে সংগ্রহশালায় রাখা হবে বলে জানানো হয়েছে বায়ুসেনার তরফে।
উল্লেখ্য, আটের দশকের শেষ দিকে ভারতের বায়ুসেনায় সামিল হয় সোভিয়েতের এই মিগ-২৭ যুদ্ধবিমান। আকাশ থেকে মাটিতে থাকা লক্ষ্যবস্তুতে স্পষ্ট নিশানা দাগতে পারত এই বিমান। এমনকি মাঝ আকাশেও শত্রু বিমানকে নাজেহাল করতে দৃষ্টান্ত রেখেছিল মিগ-২৭। কার্গিল যুদ্ধের সময়ও বড়সড় ভূমিকা পালন করেছিল এটি। ভারতীয় বায়ুসেনায় এই মিগ-২৭ ‘বাহাদুর’ নামে পরিচিত। এই ‘বাহাদুর’ই এখন বুড়ো হল।
ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে কোনও দেশই এখন মিগ-২৭ ব্যবহার করে না। বহু অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন যুদ্ধবিমান এসে যাওয়ায় এই বিমানের গ্রহণযোগ্যতা কমেছে। আর একে অবসরে পাঠানোর সবচেয়ে বড় কারণ হল, একাধিকবার এই যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনা। বিগত কিছু বছর ধরেই মিগ-২৭ যুদ্ধবিমান ভেঙে পড়ার মতো ঘটনা ঘটেছে। চলতি বছর শুরুতেই ফের একবার রাজস্থানে এই বিমান ভেঙে পড়েছিল। সুতরাং, মিগকে বিদায় জানানো যে সময়ের অপেক্ষাই ছিল তা পরিস্কারই ছিল।