কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব বিলের বিরোধিতা করছে গোটা দেশ। এদিকে দেশের প্রধানমন্ত্রী পোশাক দেখে মানুষ ও ধর্ম চিহ্নিত করার কথা বলছেন! অনেকটা আমির খানের ‘পিকে’ সিনেমার কথা মনে পড়ছে তো? আসলে ধর্ম গুলে, পোশাক নিয়ে মাথা ব্যথা দেশের মানুষের নেই। তা মোদী বুঝতে পারছেন না। এবার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের বিরোধীতায় অভিনব পদ্ধতি অবলম্বন করল দিনহাটার তৃণমূলের কর্মীরা৷ দিনহাটার বিধায়ক উদয়ন গুহর ডাকে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক সোমবার লুঙ্গি পরে পথে নামেন, মিছিল করেন। এই অভিনব মিছিল ঘিরে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
এই মিছিল দিনহাটার কলেজ চত্বর থেকে শুরু হয়ে চৌপথিতে শেষ হয়। এই মিছিলে লুঙ্গি পরে নেতৃত্ব দেন বিধায়ক। তার পাশেই হাঁটতে দেখা যায় তৃণমূলের দিনহাটা-১ ব্লকের নেতা নুর আলম হোসেন।
এই অভিনব প্রতিবাদ মিছিলের পর বিধায়ক বলেন, “সিএএর বিরুদ্ধে পথে নেমেছি ঠিক, তবে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে এক বার্তা দিতেই মিছিলে লুঙ্গি পরে হেটেছি আমরা। মোদী-শাহ তো পোশাক দেখে ধর্মের কথা বলেছেন। তাই আমরা সবাই লুঙ্গি পরেছি। মোদী আসুক, চিহ্নিত করুক, কে কোন ধর্মের”। বিধায়ক দাবি করেন, লুঙ্গি কেবল একটা পোশাক, তাকে ধর্ম দিয়ে বাঁধবেন না।