সিএএ-এনআরসির বিরুদ্ধে বাংলায় প্রতিবাদ অব্যাহত। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোজদিন পথে নামছেন। তাঁর নেতৃত্বে গর্জে উঠছে ত্রিনমুল-সহ বাংলার সাধারণ মানুষ। বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ সভা। রবিবার বিকেলে হাবড়ার কাশীপুরে আয়োজিত হয়েছিল এমনই এক প্রতিবাদ সভা। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সভামঞ্চ থেকে জ্যোতিপ্রিয় স্পষ্ট জানিয়ে দিলেন, কিছুতেই নাগরিকত্বের প্রমাণ দেবেন না।
বক্তৃতা দেওয়ার সময় জ্যোতিপ্রিয় স্পষ্ট জানালেন, প্রয়োজনে আত্মহত্যা করবেন, তবুও নাগরিকত্ব প্রমাণের জন্য কোনও ফর্ম পূরণ করবেন না। একই সঙ্গে অন্যদেরও নিষেধ করলেন ফর্ম পূরণের। জ্যোতিপ্রিয় বলেন, ‘কেন্দ্রের চাপিয়ে দেওয়া নাগরিকত্ব প্রমাণ করার জন্য কোনও ফর্ম পূরণ করব না। কারণ, আমরা জন্মসূত্রেই ভারতের নাগরিক। তাই নতুন করে নাগরিকত্ব প্রমাণের দায় আমাদের নেই। দয়া করে আপনারাও কেউ এই ফর্ম পূরণ করবেন না। ফর্ম পূরণ করলেই বিপদে পড়বেন। চাকরি হারাবেন।’
কাশীপুরে সভার শেষে হাবড়ায় মতুয়া সম্প্রদায়ের মানুষদের নিয়ে একটি প্রতিবাদ সভাও করেন জ্যোতিপ্রিয়। সেখানে জ্যোতিপ্রিয় বলেন, ‘আমরা যারা এদেশে বসবাস করি, যাদের রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড আছে, আমরা যারা ভোট দিই, তাঁরা সকলেই ভারতীয় নাগরিক। কেউ আমাদের বেনাগরিক করে এদেশ থেকে বিতারিত করতে পারবে না। আপনাদের রক্ষা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। আপনারা নিশ্চিন্ত থাকুন।’ তাঁর কথায়, ‘নাগরিকত্ব সংশোধনী আইন করে মতুয়াদের ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা কেন্দ্রের বিজেপি সরকার প্রচার করলেও আদপে এতে তাঁদের আরও বিপদে ফেলার পরিকল্পনা করা হচ্ছে।’