ধর্মের ভিত্তিতে আনা নাগরিকত্ব আইনের প্রতিবাদে সোমবার রাজঘাট থেকে নবরূপে হবে এই কালজয়ী আন্দোলন। এমনটাই জানিয়ে দিলেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। গান্ধীজির অহিংস পথে এবার মোদী সরকারের অপশাসনের বিরুদ্ধে স্বাধীন ভারতে প্রথমবার সত্যাগ্রহ আন্দোলনের ডাক দিল কংগ্রেস।
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আগামী ২৩ ডিসেম্বর দুপুর ৩ টে থেকে রাত্রি ৮ টা পর্যন্ত দিল্লীর রাজঘাটে গান্ধী সমাধিতে চলবে এই ‘সত্যাগ্রহ ধর্না’। যেখানে যোগ দেবেন সারা দেশের কংগ্রেস নেতৃত্বরা। থাকবেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধীরাও। বাবা সাহেব আম্বেদকরের সংবিধান রক্ষার্থে গান্ধীজির অহিংস পথেই হবে এই নির্বাক সত্যাগ্রহ। এমনটাই জানানো হয়েছে কংগ্রেসের তরফে।
শনিবার রাতে সোনিয়া গান্ধীর বাসভবনে কংগ্রেস নেতৃত্বদের বৈঠকের পরই দলের তরফে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। শুরুতে এই আন্দোলন রবিবার হওয়ার কথা থাকলেও অনুমতি না মেলায় সোমবার এই আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে দল। এহেন কঠিন সময়ে এবার গান্ধীজির আদর্শ মেনে সত্যাগ্রহের ডাক দিল কংগ্রেস। ধর্মের ভিত্তিতে আনা এই আইন অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে সরব হয়েছে সব মহল।