এখনও অবধি ওয়ানডে সিরিজে সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। প্রথম ওয়ানডে-তে চার। দ্বিতীয় ম্যাচে আবার প্রথম বলেই আউট। শূন্য রানেই ফিরে যেতে হয় ড্রেসিংরুমে। এমন পরিস্থিতিতে তৃতীয় তথা শেষ ম্যাচে যে ক্ষুধার্থ সিংহের মতোই মাঠে নামবেন বিরাট কোহলি, সে নিয়ে কোনও সন্দেহই নেই। আজ কটকে ক্যারিবিয়ানদের তাই কোহলিকে রুখে দেওয়ার বড় চ্যালেঞ্জ।
চলতি ওয়ানডে সিরিজে রোহিত শর্মা, কে এল রাহুল, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থরা রান পেলেও কোহলির রানের খরা কাটেনি। পোলার্ডবাহিনীর বিরুদ্ধে টি-টোয়েন্টিতে জ্বলে ওঠার পর ওয়ানডে-তে তাঁকে স্বাভাবিক ছন্দে পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়া সিরিজের আগে রানে ফিরতে মরিয়া ক্যাপ্টেন কোহলি। তাছাড়া বরাবটি স্টেডিয়ামে আজ সিরিজ জয়ের লড়াই। মরণ-বাঁচন ম্যাচে ভাল পারফর্ম করে দলকে জেতাতে বদ্ধপরিকর তিনি। এদিন আবার ৫৬ রান করতে পারলেই নয়া রেকর্ডেরও মালিক হয়ে যাবেন ভারত অধিনায়ক।
এদিন মিরাকল কিছু না করতে পারলে হয়তো চলতি বছরের সবচেয়ে বেশি রানের মালিক হওয়ার সাধ পূরণ হবে না। সে কৃতিত্ব হয়তো রোহিত শর্মার নামের পাশেই লেখা থাকবে। তবে অন্য একটি নজির এদিন গড়তে পারেন কোহলি। পরিসংখ্যান অনুযায়ী, ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানপ্রাপকের তালিকায় সপ্তম স্থানে জায়গা করে নেওয়ার হাতছানি রয়েছে কোহলির সামনে। ৫৬ রান করলেই তিনি টপকে যাবেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা জ্যাক কালিসকে।
২৪১ টি ম্যাচে ১১,৫২৪ রান রয়েছে কোহলির ঝুলিতে। গড় ৬৯.৭০। সেখানে ৩২৮টি ম্যাচে কালিসের সংগ্রহ ১১,৫৭৯ রান। তাঁর গড় ৪৪.৩৬। অর্থাৎ অনেক কম ম্যাচ খেলেই কালিসকে আজ টপকে যেতে পারেন ভারত অধিনায়ক। এই তালিকার শীর্ষে রয়েছেন ‘মাস্টার ব্লাস্টার’। ১৮,৪২৬ রানের মালিক তিনি। দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছেন যথাক্রমে শ্রীলঙ্কান তারকা কুমার সঙ্গকারা এবং প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং। তবে এখানেই শেষ নয়, সেঞ্চুরি হাঁকিয়ে ১১৬ রান করতে পারলে সব ফরম্যাট মিলিয়ে ক্যাপ্টেন হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রান হয়ে যাবে কোহলির। বিশ্বের ষষ্ঠ অধিনায়ক হিসেবে সেই কৃতিত্ব গড়তে পারেন তিনি।