বছর শেষে ফিফা প্রকাশিত র্যাঙ্কিং তালিকায় ১০৮ তম স্থানে শেষ করল সুনীল ছেত্রীর ভারতীয় ফুটবল টিম। আগেরবার ১০০ এর মধ্যে থাকলেও এবছর ১১ ধাপ মেনে গেছে ভারত। ২০১৮ সালের ডিসেম্বরে ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান ছিল ৯৭।
অন্যদিকে, এশিয়ান দেশগুলির মধ্যে ১১৮৭ পয়েন্ট নিয়ে ভারতীয় ফুটবল দলের অবস্থান ১৯ নম্বরে। এশিয়ার শীর্ষে রয়েছে জাপান। সামগ্রিক ভাবে ফিফার ক্রমতালিকায় জাপান আছে ২৮ নম্বরে। এশিয়া র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইরান (৩৩)। তিন থেকে পাঁচে যথাক্রমে রয়েছে কোরিয়া (৪০), অস্ট্রেলিয়া (৪২) ও কাতার (৫৫)।
২০২২ ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ কাতার এ বার এশিয়ান কাপও জিতেছে। ফিফা র্যাংকিংয়ে ৩৮ ধাপ উপরে উঠে এসেছে। আলজেরিয়া এগিয়েছে ৩২ ধাপ। জাপান গত বারের তুলনায় ২২ ধাপ উপরে উঠেছে।
২০১৮-র বিশ্বকাপ রানার্স বেলজিয়াম এবারও ক্রমতালিকায় শীর্ষে থেকে শেষ করল। ২০১৮ ও ২০১৫ সালেও ফিফা ক্রমতালিকায় শীর্ষে ছিল রেড ডেভিলস। তালিকায় দ্বিতীয় অবস্থানে থেকে শেষ করল বিশ্বকাপ জয়ী ফ্রান্স। তিনে রয়েছে ব্রাজিল। একধাপ এগিয়ে চারে রয়েছে ইংল্যান্ড। উরুগুয়ে দু-ধাপ এগিয়ে শেষ করল পাঁচে। প্রথম দশের মধ্যে রয়েছে ক্রোয়েশিয়া, পর্তুগাল, স্পেন, আর্জেন্টিনা ও কলম্বিয়া। বছরটা ভারতীয় ফুটবলের ক্ষেত্রে ভালো না গেলেও নতুন বছরে নতুন কিছুর আশা রাখছে ভারতীয় ফুটবল প্রেমীরা।