দেশ জুড়ে সিএএর বিরোধিতায় মুখর জনসাধারণ। মানুষের নাগরিকত্ব নিয়ে উঠছে প্রশ্ন। এই সময়ে প্রয়োজন সুস্থ সংস্কৃতি। আর এই সুস্থ সংস্কৃতি চর্চার স্বার্থে বৃহস্পতিবার দমদম সেন্ট মেরিজ স্কুলের মাঠে শুরু হল দ্বিতীয় দমদম সঙ্গীত মেলা। স্থানীয় বিধায়ক তথা জৈব–প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসুর উদ্যোগে সঙ্গীত মেলার আয়োজন করা হয়েছে। এই সঙ্গীত মেলা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।
দেশের এই দোলাচল অবস্থায় সুস্থ সংস্কৃতির ওপর গুরুত্ব দেন ব্রাত্য বসু। তাঁর মতে, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হাজার হাজার যুবক–যুবতীর কর্মসংস্থান হচ্ছে। আলো, রাস্তা, নিকাশি ব্যবস্থাও বদলে গিয়েছে দমদমে। বাইরের এই পরিবর্তনের পাশাপাশি মানুষের অন্তরের পরিবর্তন প্রয়োজন। তার জন্যই এধরনের অনুষ্ঠানের আয়োজন”।
দমদম সঙ্গীত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ সৌগত রায়, দক্ষিণ দমদমের পুরপ্রধান পাচু রায়, পুরপ্রধান পারিষদ, সঙ্গীত মেলার আহ্বায়ক প্রবীর পাল, শিল্পী রাঘব চট্টোপাধ্যায়, পলক মুচ্ছল, পলাশ মুচ্ছল, অর্ণব দত্ত প্রমুখ। এই অনুষ্ঠান উদ্বোধন করেন নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ শশী পাঁজা। তিনি তাঁর ভাষণে আগামী দিনগুলি যাতে সুখের হয়, শান্তির হয় তার জন্য সকলকে সতর্ক করে দেন। দেশ ও নাগরিকতা যে ভারতে এখন বিপন্ন, সেটাও উঠে আসে তাঁর ভাষণে।
সাংসদ সৌগত রায়ের মতে, পরিশীলিত সংস্কৃতির বিকাশ জরুরি। দমদম সঙ্গীত মেলাকে তিনি কলকাতার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতায়োজন বলেও মন্তব্য করেন। তাঁর আশা, এই মঞ্চ থেকেই ভবিষ্যতে বড় বড় শিল্পী হওয়ার অনুপ্রেরণা পাবেন অনেকে। তিনি আরোও মনে করেন, ধর্ম দিয়ে মানুষের বিভেদ করা যায় না।