নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি বিরোধিতায় মোদী সরকারের কাছে চ্যালেঞ্জ ছুঁড়েদিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ-এনআরসি ইস্যুতে গণভোটের দাবি জানালেন তৃণমূল সুপ্রিমো। বৃহস্পিতিবার রানি রাসমণি অ্যাভিনিউয়ের সভায় মমতা বলেন, ‘বুকের পাটা থাকলে গণভোটে এগিয়ে আসুন। আপনারা নয়, রাষ্ট্রসংঘ করবে।’
বৃহস্পতিবার রানি রাসমণি অ্যাভিনিউয়ের সভায় মমতা বলেন, ‘বুকের পাটা থাকলে একটা ভোট হোক। সারা দেশে গণভোট হোক সিএএ ও এনআরসি নিয়ে। আপনারা (মোদী সরকার) করবেন না, রাষ্ট্রসঙ্ঘ করবে। রাষ্ট্রসঙ্ঘ, মানবাধিকার কমিশন, আর বিশেষজ্ঞদের নিয়ে কমিটি হোক। আমরা চাই, তারা ভারতবর্ষে গণভোট করুক। দেখা যাক এই আইন কতজন মানছেন আর কতজন মানছেন না। যদি না মানেন, তাহলে বলুন ইস্তফা দিতে বাধ্য হবেন। আগুন নিয়ে খেলবেন না।’
সিএএ-এনআরসি-র প্রতিবাদ জানাতে দেশের সকলকে একত্রিত হয়ে রাস্তায় নামার আহ্বান জানিয়ে মমতা বলেন, ‘সারাদেশের সবাইকে বলছি। সবাই রাস্তায় নামুন। কখনও রাস্তায় নামতে হয়। ভুলে যান রাজনৈতিক দলের নাম কী, ভুলে যান সম্প্রদায়ের নাম কী, সকলে একত্রিত হয়ে নামুন।’
অন্যদিকে, মোদী বাহিনীকে বিঁধতে এদিন ইসরোর মঙ্গলাভিযানের প্রসঙ্গও টানেন মমতা। এ প্রসঙ্গে তৃণমূলনেত্রী বলেন, ‘ চন্দ্রাভিযানের ধাক্কা খেয়েছে মনে আছে? সকলে তাকিয়ে ছিলাম সেদিন। ওটা প্রথম ধাক্কা। জনগণ চাইনি আপনাদের। যত দিন যাবে একটা করে ধাক্কা খাবেন। মানুষকে ধাক্কা দিলে নিজেকে ধাক্কা খেতে হয়।’