টালা ব্রিজ বন্ধ হওয়ায় ইতিমধ্যেই সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। ওই ব্রিজ বা ব্রিজ সংলগ্ন রাস্তার ৪১টি বাসরুট এবার নতুন পরিবর্তিত পথে চলবে। রাজ্য পরিবহণ দফতর এবং বারাকপুর কমিশনারেটের সঙ্গে বেসরকারি যাত্রী পরিবহন মালিক সংগঠন এর বৈঠকে এই নতুন পরিবর্তিত রাস্তা নির্ধারিত হয়েছে।
সূত্রের খবর, বছরের শুরু থেকেই আমূল পরিবর্তন হতে চলেছে পরিবহন ব্যবস্থায়। ২ জানুয়ারি থেকেই উত্তর কলকাতা ও উত্তর শহরতলির পরিবহণ ব্যবস্থা এবং ট্রাফিক রুটে বেশ কিছু রদবদল করা হবে।
এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন রুট পাল্টাচ্ছে-
বি টি রোড-চিড়িয়া মোড়- খগেন চ্যাটার্জি রোড-কাশিপুর রোড-চিত্পুর ব্রিজ-বি কে পাল অ্যাভিনিউ-মহাত্মা গান্ধী রোড- হাওড়া স্টেশনে।
বি টি রোড-চিড়িয়া মোড়-দমদম ৭ ট্যাঙ্ক-নর্দার্ন অ্যাভেনিউ-পাইকপাড়া-মিল্ক কলোনি-বেলগাছিয়া সেতু
দক্ষিনমুখী অর্থাৎ বারাকপুরের দিক থেকে কলকাতাগামী সমস্ত যান ২৪ ঘণ্টা যে ওয়ান ওয়ে পথ দিয়ে যাতায়াত করবে।
৩টি রুট সম্পূর্ণ পাল্টে যাচ্ছে।
৩০/এ/১ এবার থেকে দমদম স্টেশন থেকে সাপুরজি পর্যন্ত যাবে।
২১৪ এবার থেকে গঙ্গানগর থেকে দক্ষিণেশ্বর হয়ে ধূলাগড় পর্যন্ত যাবে।
৪৩/১ এবার থেকে গ্যালিফ স্ট্রিট থেকে সাপুরজি পর্যন্ত যাবে।
বাস মালিকরা রাজ্য সরকারের এই নির্দেশিকাকে স্বাগত জানিয়েছেন। নতুন ব্যবস্থায় উত্তরের মোট ৭টি দ্বিমুখী রাস্তা সারাদিনের জন্য একমুখী হতে চলেছে। এর ফলে স্থানীয়ভাবে কোথাও অসুবিধা বা যাত্রী অসন্তোষ হতে পারে। সে ক্ষেত্রে মার্চের পর ফের একবার পরিবর্তিত রুট ডাইভারশন পর্যালোচনা করবে সরকার। আপাতত ২ তারিখ থেকে এই নির্দেশিকা বলবত করা হচ্ছে।