নাগরিকত্ব আইনের প্রতিবাদে আজকের মিছিলে পা মেলালেন বর্ষীয়ান অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন এবং নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন। এছাড়াও ছিলেন ঋদ্ধি সেন, সোহাগ সেন প্রমুখেরা। অরাজনৈক সংগঠন “নো এনআরসি মুভমেন্ট”-এর ডাকা এই মিছিলে আজ প্রচুর মানুষ পা মিলিয়েছেন। মিছিলটি মৌলালির রামলীলা পার্ক থেকে শুরু হয়ে এস এন ব্যানার্জী রোড হয়ে নিউ মার্কেটের সামনে যায়। বিশিষ্ট ব্যক্তি-সহ সকলেই বিজেপির এনআরসি ও ক্যাবের বিরুদ্ধে আওয়াজ তোলেন।
তিন দিনের মিছিলের পরে আজ ও কাল পথসভা হবে এবং পরের কর্মসূচী জানিয়ে দেওয়া হবে। আজ তৃণমূলের প্রতিবাদ সভা রানি রাসমণি অ্যাভিনিউয়ে হওয়ার কথা। একই বিষয়ে এ দিন আরও তিনটি মিছিল বার হওয়ার কথা শহরে। ফলে চার মিছিলের ঘেরাটোপে শহর জুড়ে যানজটের আশঙ্কা থাকছে।