সপ্তাহের দ্বিতীয় দিনে, ব্যস্ত সময়ে ফের মেট্রো বিভ্রাট। স্বাভাবিক ভাবেই ভোগান্তির শিকার নিত্য যাত্রীরা। দমদমে ট্র্যাকেই বিকল হয়ে পড়ে কবি সুভাষগামী মেট্রো। বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ দমদম স্টেশনে আসে কবি সুভাষগামী একটি মেট্রো। যাত্রীরা মেট্রোয় ওঠার কয়েকমুহূর্তের মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে দমদমেই আটকে পড়ে মেট্রোটি। তারপর মেট্রো থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।
মেট্রো সূত্রের খবর, ইতিমধ্যেই রেকটি সরানোর কাজ শুরু করা হয়েছে। শীঘ্রই দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে আপ লাইনের মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে।
আজকের ঘটনায় আবারও মেট্রোর যথাযথ পরিচর্যা নিয়ে প্রশ্ন উঠল। আদৌ কি কারশেডে মেট্রোর রেকগুলিকে সঠিক ভাবে দেখভাল করা হয়! সেই প্রশ্নও উঠছে। আচমকা মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায় চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। অনেকেই বিকল্প পথে নিজেদের গন্তব্যের উদ্দেশে রওনা দেন।