কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ঝাড়খণ্ডের নির্বাচনী সভা থেকেই ‘রেপ ইন ইন্ডিয়া’ মন্তব্য করে সংসদ গরম করেছিলেন। দেশে একের পর এক বাড়তে থাকা ধর্ষণের ঘটনা নিয়ে এক বিতর্কিত মন্তব্য করলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যকরী সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। উত্তরপ্রদেশে একের পর এক নারী নির্যাতনের ঘটনা নিয়ে বিজেপিকে আক্রমণ করেন তিনি।
হেমন্ত সোরেন বলেন, ‘আমাদের দেশের মধ্যে বউ-মেয়েদের জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ওদের সম্মানহানী হচ্ছে। আমি জানতে পেরেছি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও ওই ধান্ধায় আছেন। বিজেপির লোকগুলো বিয়ে-শাদি করেনা, কিন্তু গেরুয়া বসন পরে মা-বোনেদের শ্লীলতাহানী ঠিক করতে পারে”। তিনি আরোও বলেন, ‘আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশে ধর্ষকগুলো কীভাবে হাসপাতালে আরাম করছে আর নিগৃহীতাদের জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে।’ এই মন্তব্যের মাধ্যমেই বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান জানান হেমন্ত। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “আমরা কি এমন দল বা মানুষদের ভোট দেব যারা মা-বোনেদের ইজ্জত লুটতে চায়? জাতি ভেদে মানুষকে আলাদা করে!”
ভোটের আবহে কয়েকদিন আগে পর্যন্ত প্রচার চালিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি ফিরে যাওয়ার পরই এই মন্তব্য করেন হেমন্ত সোরেন। ইতিমধ্যেই ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে চার দফার ভোটগ্রহণ হয়ে গিয়েছে। আগামীকাল ২০ ডিসেম্বর ঝাড়খণ্ডে শেষ দফার নির্বাচন। আর ২৩ ডিসেম্বর হবে ফল ঘোষণা।