নাগরিকত্ব আইন তৈরির পর থেকেই প্রতিবাদের ঝড় ওঠে দেশের বিভিন্ন প্রান্তে৷ রাজধানী দিল্লীতেও প্রতিবাদে সরব হয় একাধিক সংগঠন৷ দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্ব দিল্লীর বিভিন্ন অংশে চলে প্রতিবাদ-বিক্ষোভ৷ লাল কেল্লা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে দিল্লী পুলিশ। কোনও রকম বড় জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে তা উপেক্ষা করেই এ দিন দুটি বড় বিক্ষোভের কর্মসূচী রয়েছে রাজধানীতে।
১৪৪ ধারাকে বুড়ো আঙুল দেখিয়ে দিল্লীতে নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভে শামিল হাজার হাজার মানুষ। আগাম সতর্কতা নিতে বন্ধ করে দেওয়া হয়েছে ১৪টি মেট্রো স্টেশন। এর ফলে তীব্র যানজটে জেরবার দিল্লী-গুরুগ্রাম সীমানা। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। জামা মসজিদের সামনে থেকেও বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়।
দুটি কর্মসূচীর মধ্যে একটি ছাত্র ও সমাজকর্মীদের বিক্ষোভ ও আরেকটি বামেদের বিক্ষোভ। হাজার হাজার মানুষ লাল কেল্লার সামনে জড়ো হয়েছে। ব্যারিকেড তৈরি করে মিছিল আটকানোর চেষ্টা চালাচ্ছে দিল্লী পুলিশ। মঙ্গলবার সিলামপুর অঞ্চলে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে জমায়েতকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায়৷ বিক্ষোভকারীরা বাইকে আগুন ধরিয়ে দেয়৷ বাস ভাঙচুর করে। বিক্ষোভ নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। পরিস্থিতির জেরে বন্ধ করে দেওয়া হয় দিল্লীর ১৪টি মেট্রো স্টেশন।