পিছিয়ে গেল আগামী রবিবারের আই লিগের প্রথম পর্বের ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি ম্যাচ। জানা গিয়েছে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার অভাবেই এই ম্যাচ পিছিয়ে দেওয়া হচ্ছে। সূত্রের খবর, জানুয়ারিতে প্রথম পর্বের এই ম্যাচ হাতে পারে। এদিন দুপুরে বিধাননগর কমিশনারেটের ডেপুটি কমিশনার (হেড কোয়ার্টার) কুণাল আগরওয়াল বলেন, ‘আমাদের দিক থেকে কোনও অসুবিধা ছিল না। উদ্যোক্তাদের দিক থেকেই ম্যাচ পিছিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।’ তবে জানা গিয়েছে তাঁর এই দাবিটি আসলে অর্ধ সত্য! কারণ, সূত্রের খবর, বিধাননগর পুলিশের পক্ষ থেকে মোহনবাগান কর্তাদের চিঠি পাঠিয়ে বলা হয়, ডার্বি ম্যাচ হতেই পারে কিন্তু দর্শক সংখ্যা কমিয়ে দিতে হবে। যুবভারতীতে দর্শক সংখ্যা বেশি হলে নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা হতে পারে।
এরপর আই লিগের প্রথম বড় ম্যাচের উদ্যোক্তা মোহনবাগান ফেডারেশনের কোর্টে বল ঠেলে দেয়। তারপর সর্বভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা সিদ্ধান্ত নেয়, হাই ভোল্টেজ ম্যাচ হবে জানুয়ারিতে। যদিও তার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। বাগান কর্তারা ফেডারেশনকে স্পষ্ট জানিয়ে দেন, এই ম্যাচের জন্য দু’দলের সমর্থকরাই মুখিয়ে থাকে। সেখানে বড় ম্যাচে যদি দর্শক সংখ্যা কমিয়ে দেওয়া হয়, তাহলে সেটা যেমন দেখতেও ভাল লাগত না তেমনই ক্ষুব্ধ হতেন সমর্থকরাও। সব ভেবে ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ফেডারেশন।
২২ তারিখ ডার্বি হবে ভেবে অনেকেই অনলাইনে টিকিট কেটে ফেলেছিলেন। তাঁদের টিকিটের টাকা ফেরানোর ব্যবস্থা না থাকলেও, উদ্যোক্তাদের তরফে জানা গিয়েছে, যাঁরা অনলাইনে টিকিট কেটেছেন, তাঁরা যেদিন এই ম্যাচ হবে সেদিন ওই টিকিট দিয়ে খেলা দেখতে পারবেন। বর্তমানে নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে তোলপাড় রাজ্য। দুদিন আগে উত্তর চব্বিশ পরগনার একাধিক জায়গাতেও অশান্তি চরম আকার নিয়েছে। তারপরেই নিরাপত্তা সুনিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে।