গতকাল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ডায়নামো জাগ্রেবের বিরুদ্ধে খেলা ছিল ম্যাঞ্চেস্টার সিটির। এই ম্যাচেই ম্যান সিটির হয়ে হ্যাটট্রিক করেছেন ব্রাজিলীয় স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। ম্যাচ জিতে তিনি বললেন, ‘ঠিক এ ভাবেই সব ম্যাচে গোল করে যেতে চাই।’ বুধবার ম্যান সিটি পিছিয়ে পড়েও ক্রোয়েশীয় ক্লাবকে শেষ পর্যন্ত ৪-১ হারাল ইংল্যান্ডের এই ক্লাব।
এ দিকে, বায়ার্ন মিউনিখের মতোই প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) এ বারের চ্যাম্পিয়ন্স লিগে তাঁদের গ্রুপে সব ম্যাচ জিতল। বুধবার প্যারিসে নিজেদের মাঠে তুরস্কের ক্লাব গালাতাসারে কার্যত কিলিয়ান এমবাপেদের সামনে উড়ে গেল। পিএসজি জিতল ৫-০ গোলে। পিএসজি-র পাঁচটি গোল করলেন মাউরো ইকার্দি, পাবলো সারাবিয়া, নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়র, এমবাপে ও এদিনসন কাভানি। বুধবারই এ বারের চ্যাম্পিয়ন্স লিগে নেমার তাঁর প্রথম গোলটি করলেন। এমবাপেও গোল করেন তাঁর পাস থেকে।
সের্খিয়ো আগুয়েরো চোট পেয়ে ছিটকে যাওয়ার পরে জাতীয় দলে নেমারের সতীর্থ জেসুসই এখন ম্যান সিটির আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন। শেষ পাঁচ ম্যাচে তাঁর পাঁচ গোল হয়ে গেল। ইংলিশ প্রিমিয়ার লিগেও তৃতীয় স্থানে থাকা ম্যান সিটিকে এখন বাইশ বছরের জেসুসের ফর্মের উপর ভরসা রাখতে হচ্ছে। জেসুস বললেন, ‘এখন নিয়মিত গোল পাচ্ছি। দেখতে হবে কোনও ভাবে যেন এটা বন্ধ না হয়। আমাকে দলের জন্য গোল করে যেতে হবে।’