বাংলাদেশের বিদেশমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই তাঁদের ভারত সফর বাতিল করেছেন। এবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সফর নিয়েও তৈরি হয়েছে সংশয়। কারণ তাঁর অসমেই আসার কথা রয়েছে। আমন্ত্রণ করেছিল মোদি সরকারই। কিন্তু সেই সফরই বাতিল হতে চলেছে এবার। আগামী রবিবার থেকে মঙ্গলবার অবধি শিনজো আবের ভারতে নানা কর্মসূচীতে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু জাপানের প্রধানমন্ত্রী এই সফর বাতিল করতে চলেছেন বলে জানা গেছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রাভীশ কুমার অবশ্য বলেছেন, ‘সফর বাতিল নিয়ে কোনও খবর এখনও অবধি আমাদের কাছে নেই।’
কূটনৈতিক সূত্রের বক্তব্য, নাগরিকত্ব সংশোধনী বিল বা ক্যাব নিয়ে উত্তর–পূর্বের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতেই সেখানে শিনজো আবেকে নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছিল। তাঁর উপস্থিতিতে উত্তর–পূর্বের জন্য বহু প্রকল্প ঘোষণা করা হবে, এমন পরিকল্পনাও হয়ে গিয়েছিল। এমনকি জাপানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য ছবিওয়ালা বোর্ডও লাগানো হয়ে গিয়েছিল গুয়াহাটির রাস্তায়।
কিন্তু গত ৩ দিনে যা পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে শিনজো আবের এই সফর হওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিজেপি শাসিত আসামেই ক্ষোভের আগুন জ্বলছে দাউদাউ করে। কার্ফু জারি করা হয়েছে সেখানে। বন্ধ ইন্টারনেট পরিষেবা।
এই অবস্থায় শিনজো আবের ভারতে আসা আদৌ হবে কিনা, হলে কোথায় হবে, তা নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে গেছে কেন্দ্র। বুধবারই জাপানের এক প্রতিনিধিদল গুয়াহাটি ঘুরে গেছেন। পরিস্থিতি খতিয়ে দেখেছেন। রিপোর্ট দিয়েছেন। তারপরেই শিনজো আবের ভারত সফর নিয়ে সংশয় তৈরি হল।