এ যেন মগের মুলুক! এক বা দু’মাস নয়। বেতন হয়নি ৩৫ মাস! তাও আবার এক রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীদের। হ্যাঁ, ৩৫ মাস বেতন পাননি হিন্দুস্তান পেপার কর্পোরেশন লিমিটেড-এর কর্মীরা। সংস্থার প্রায় ৪ হাজার কর্মী শেষবার বেতন পেয়েছেন ২০১৬-র ডিসেম্বরে। সংস্থার সদর দফতর কলকাতায়। এছাড়া সংস্থার দুটি পেপার মিল রয়েছে আসামের কাছাড় ও নওগাঁওয়ে। সেখানে যথাক্রমে ২০১৫-র অক্টোবর ও ২০১৭-র মার্চ থেকে উৎপাদন বন্ধ। মঙ্গলবার সংসদে বিষয়টি উত্থাপন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তৃণমূল সাংসদ দোলা সেন।
রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু দোলার কথা শুনে যারপরনাই অবাক হয়ে যান। তিনি পুরো বিষয়টি অবিলম্বে দেখার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে। দোলা সেনের অভিযোগ, ২০১৯-এর বাজেটে সরকারি এই সংস্থার কর্মীদের বেতন দেওয়ার উদ্দেশ্যে ৯০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু সেই টাকা দেওয়া হয়নি। বেতন-সহ ন্যাশনাল কোম্পানি ল’অ্যাপিলেট ট্রাইব্যুনালের নির্দেশ অগ্রাহ্য করে সবরকম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে এইচপিসিএল-এর কর্মীদের। ইতিমধ্যেই ১০ অসহায় কর্মী আত্মঘাতী হয়েছেন। রোগে ভুগে মৃত্যু হয়েছে আরও ১০০ কর্মীর।