যখন নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তখন বিরোধীদের হই হট্টগোলের মাঝে হঠাৎই রাজ্যসভা টিভির সম্প্রচার কয়েক মুহূর্তের জন্য বন্ধ করে দেওয়া হল। অমিত শাহের মন্তব্য নিয়ে বিরোধীরা তীব্র বাদানুবাদ শুরু করতেই জাতীয় মাধ্যমে এই ঘটনা ঘটল।
রাজ্যসভা টেলিভিশনে চলছিল ক্যাব বিতর্ক। বিল পেশ করছিলেন অমিত শাহ। ‘সরকার আসামের দাবিকেই রক্ষা করছে’, শাহ-র এই মন্তব্যের পরেই কংগ্রেসের রিপুন বোরা স্পষ্ট প্রতিবাদ জানান। উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু রিপুন বোরা-সহ অন্যান্য বিরোধীদের আদেশ দেন কথার মাঝখানে কথা না বলার জন্য। আলোচনার ব্যাঘাত ঘটানোর অপরাধে তাঁদের বেরিয়ে যেতে বলেন। আর তারপরেই বন্ধ হয়ে যায় টেলিভিশনের সম্প্রচার। কয়েক মুহুর্ত পরে সম্প্রচার শুরু হলে দেখা যায় সভা একদম শান্ত এবং বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সূত্রের খবর, সাধারণত বিশৃঙ্খলার সময়ে রাজ্যসভার চেয়ারপার্সন একটি লাল বোতাম টেপেন যাতে লাল আলো জ্বলে ওঠে। তারপরই সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। ইতিমধ্যে দেশের উত্তর–পূর্বাঞ্চলের অসম ও ত্রিপুরা এই বিলের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে। অগ্নিগর্ভ পরিস্থিতি এই দুই রাজ্যে। ওদিকে রাজ্যসভায় এখনও নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে চলছে বিতর্ক।