লোকসভায় ক্যাব পাশ হওয়ার পর আজ সকালে রাজ্যসভায় পেশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। ক্যাব নিয়ে যে হিন্দু-মুসলিমদের মধ্যে বিভেদের চেষ্টা হচ্ছে, কেন্দ্রকে এই স্পষ্ট বার্তা দিল শিবসেনা।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানান, রাজ্যসভায় ওই বিলের বিরোধিতা করা হবে। ওই বিল নিয়ে যে সব সমস্যা রয়েছে, সংশোধন করে রাজ্যসভায় পেশ না করা হলে সমর্থন দেবে না শিবসেনা। রাজ্যসভায় শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত জানান, ভোট ব্যাঙ্কের রাজনীতি এখানে চলবে না। এটা অনুচিত। ফের হিন্দু-মুসলিম বিভেদ করার চেষ্টা না হয়, তার সতর্কবার্তা দেন সঞ্জয় রাউত। তাই ক্যাব নিয়ে যতই মাতামাতি করুক কেন্দ্র, বিভেদের চেষ্টা হলে যে রুখে দাঁড়াবে শিবসেনা, তা তাঁদের বার্তায় স্পষ্ট।