ফুটবলার জীবনে যতদিন ভারতে খেলেছেন, একবারও মোহনবাগানের বিরুদ্ধে পরাজিত হননি ব্রাজিলীয় ডগলাস দ্য সিলভা। আজ সেই ডগলাস নিজের কোচিং জীবনে প্রথমবার নামছেন সবুজ-মেরুন জার্সির বিরুদ্ধে। বুধবার কল্যাণীতেও কি সেই রেকর্ড অক্ষত রাখতে পারবেন ডগলাস? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভারতীয় ফুটবলের অন্দরে।
ডগলাসকে এই প্রশ্ন করতেই খানিক লজ্জায় পড়েন ময়দানে এক সময় দাপিয়ে খেলা ব্রাজিলিয়ান মিডিও। তারপরে মুখে চতুর একটা হাসি ছড়িয়ে আইলিগে এই প্রথমবার সুযোগ পাওয়া ট্রাউ এফসির কোচ বলে দেন, ‘ফুটবলার আর কোচের কাজটা সম্পূর্ণ আলাদা। তবে জিততে না পারি, হেরে ফিরতে চাই না।’
আজ সেই ট্রাউ এফসির বিরুদ্ধেই কল্যাণীতে ঘরের মাঠে খেলতে নামছে মোহনবাগান। আর একইসঙ্গে এই ম্যাচে জিতে জয়ের সরণিতে উঠতে মরিয়া কিবু ভিকুনার দল। প্রথম দু’ম্যাচে জয় নেই। প্রথম ম্যাচে ড্র করার পর, দ্বিতীয় ম্যাচে চার্চিলের কাছে লজ্জার হার। অন্যদিকে, পড়শি ইস্টবেঙ্গল পাহাড়ে উঠে পেয়ে গিয়েছে জয়ের স্বাদ। এই অবস্থায় তীব্র চাপে পড়ে গিয়েছেন সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ।
ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে সকালের অনুশীলনের বেশির ভাগ সময়টা কিবু মাঠেই ছোট ছোট সভা করেন। কখনও হোসেবা বেইতিয়া, খুয়ান কলিনাসদের সঙ্গে আলোচনা করলেন, কখনও তাঁকে দেখা গেল ফ্রান মোরান্তে, গুরজিন্দার সিংহদের পরামর্শ দিতে। সালভা চামোরোকে ছেড়ে দিচ্ছে মোহনবাগান। তাঁকে নিয়ে অবশ্য তেমন উৎসাহ দেখাননি কেউই। তবে গোলকিপারদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গিয়েছে ক্লাব কর্তা ও প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়কে। সূত্রের খবর, আজকের ম্যাচে দু’টো জায়গায় পরিবর্তন হতে পারে মোহনবাগান টিমে। গোলে খেলতে পারেন শঙ্কর রায় আর মাঝমাঠে জেসুরাজ। কিন্তু তাতেও কী ঘুরে দাঁড়াতে পারবে মোহনবাগান? সেই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে মোহনবাগান দলের অন্দরে।
ডগলাসের ফুটবলার জীবনের রেকর্ড ভাঙতে না পারলে যে মোহনগানে কিবুর কোচিং জীবনে সংক্ষিপ্ত হবে তা কর্তারা তাঁকে বুঝিয়ে দিয়েছেন দু’তিন বার বৈঠক করে! আর তাই দলের জন্য এবং নিজের জন্যও এই ম্যাচ যেনতেন প্রকারণে জিততে মরিয়া বাগানের স্প্যানিশ কোচ কিবু ভিকুনা।