এটিএম জালিয়াতি এবং অনলাইন প্রতারণা রুখতে একগুচ্ছ পুরনো ডেবিট কার্ড বাতিল করতে চলেছে স্টেট ব্যাঙ্ক। পুরনো ম্যাগনেস্ট্রিপ এটিএম কার্ডগুলি ৩১ ডিসেম্বরের পর আর বৈধ থাকবে না। তার পরিবর্তে গ্রাহকদের দেওয়া হবে পিন-বেসড-কার্ড, বা চিপ বেসড কার্ড। ২০১৭ সালের পর আর কোনও গ্রাহককে ম্যাগনেস্ট্রিপ এটিএম কার্ড দেয়নি স্টেট ব্যাঙ্ক। তাঁর আগে যে সমস্ত কার্ড ইস্যু করা হয়েছিল, সেগুলিও ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হয়েছে।
এবারে এসবিআইয়ের তরফে চূড়ান্ত সময়সীমা বেধে দেওয়া হয়েছে। যাঁদের কাছে এখনও ম্যাগনেস্ট্রিপ এটিএম কার্ড রয়েছে, তাঁদের ৩১ ডিসেম্বরের আগে নিজের হোম ব্রাঞ্চে গিয়ে নতুন কার্ডের জন্য আবেদন করতে হবে। অনলাইনেও আবেদন করা যাবে। সোমবার স্টেট ব্যাঙ্কের তরফে টুইট করে একথা জানানো হয়েছে।
তবে আপনার কার্ডটি ম্যাগনেস্ট্রিপ নাকি চিপ বেসড বোঝার সবচেয়ে সহজ উপায় হল আপনার কার্ডের উপর চিপ বসানো রয়েছে কিনা, সেটা দেখা। ম্যাগনেস্ট্রিপ কার্ডের উপরে কোনও চিপের ছবি থাকে না। তবে, ইএমভি বা চিপ বেসড কার্ডের উপরে চিপের ছবি থাকে।