অযোধ্যা মামলার ঐতিহাসিক রায়ে ‘বিতর্কিত’ জমিতে রামমন্দির তৈরির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর মসজিদের জন্য বরাদ্দ করেছিল আলাদা ৫ একর জমি। এবার সেই জমি দেওয়ার বিরোধিতায় নামল হিন্দু মহাসভা। অযোধ্যা মামলার রায় পুনর্বিবেচনা করে দেখতে সোমবারই সুপ্রিম কোর্টে আর্জি জানাতে চলেছে তারা।
হিন্দু মহাসভার আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন এ দিন সকালে সংবাদমাধ্যমে বলেন, ‘‘অযোধ্যার যে কোনও জায়গায় মুসলিম পক্ষকে ৫ একর জমি দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আজই রায় পুনর্বিবেচনার আবেদন জমা দেব আমরা।’’
সেই থেকে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনা করে দেখতে এখনও পর্যন্ত ছ’টি আবেদন জমা পড়েছে, যার মধ্যে রয়েছে মৌলানা মুফতি হাসবুল্লা, মৌলানা মাহফজুর রহমান, মিসবাউদ্দিন, মহম্মদ উমর এবং হাজি নাহবুবের আবেদন। পাশাপাশি এই প্রথম হিন্দু পক্ষের তরফে রায় পুর্নবিবেচনার আর্জি জমা পড়তে চলেছে।
উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে চলে আসা রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলা নিয়ে গত ৯ নভেম্বর ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট। তাতে অযোধ্যার বিতর্কিত ওই জমি রামলালা বিরাজমানের হাতে তুলে দেয় শীর্ষ আদালত। অন্যত্র ৫ একর জমি দিতে বলা হয় মুসলিম পক্ষকে।